আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

0 comments

নির্বাচন প্রস্তুতিতে বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সভা

গত রোববার বিকালে বিবিরহাট বণিক কল্যাণ সমিতির উদ্যেগে আসন্ন নির্বাচন উপলক্ষে এক সভা বিবিরহাট কাঁচা বাজার গ্রাঙ্গনে এম.সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, ব্যবসায়ী মো:ইলিয়াছ, আবদুর রহিম, জয়নাল আবেদীন,নুরুল আবছার,নেছার আহম্মদ চৌধুরী,আলহাজ্ব নুরুল হুদা চৌধুরী, মৌলভী ইউছুপ, মো:হোসেন আওয়ামী নেতা সাবেক †g¤^vi আবুল কাশেম প্রমুখ। বক্তারা ভোটার সদস্য শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পূর্ণের জন্য পরামর্শ ¯^iƒc বক্তব্য রাখেন।
0 comments

ফটিকছড়ি উপজেলা বি.এন.পির মিছিল সমাবেশ

গত শনিবার বিকালে উপজেলা ফটিকছড়ি বি.এন.পির উদ্যেগে কেন্দ্রিয় ঘোষিত অংশ হিসাবে নাটোরে উপজেলা চেয়ারম্যান খুন বি.এন.পির কেন্দ্রিয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সংসদ সদস্য আলহাজ্ব সালাউদ্দীন কাদের চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতাসীন সরকার ‰¯^ivPvix কায়দায় একের পর এক মিথ্যা মামলা রুজু করার বিরুদ্ধে থানা বি.এন.পির সভাপতি আলহাজ্ব সালাহউদ্দীন, সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুক নেতা এডভোকেট আবুল কালাম আজাদ এর নেতৃত্বে থানা ইউনিয়ন বি.এন.পির অঙ্গ-সংগঠন সমূহের নেতৃবৃন্দ ফটিকছড়ির প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ বের করে। পরে ফটিকছড়ি বাস ষ্টেশন চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বি.এন.পি নেতা আলহাজ্ব সালাহ্‌ উদ্দীন, সৈয়দ ওমর ফারুক, এডভোকেট আবুল কালাম আজাদ, মো:ইলিয়াছ, মনছুর আলম প্রমুখ।
0 comments

ভুজপুরে ফের চোরাই পাচারকৃত কাঁচা রাবার ভর্তি প্রাইভেট কার আটক

গোপন সংবাদে ভুজপুর থানা পুলিশদল কাজিরহাট এলাকা থেকে প্রাইভেট কার ভর্তি চোরাই পাচারকৃত রাবার আটক করেছে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চট্টমেট্টো--১১-০৪২৩ এর চালক অপর পাচারকারী সদস্য পালিয়ে গেছে বলে পুলিশ জানান। আটককৃত রাবারের আনুমানিক মূল্য ৫০,০০০ হাজার টাকা বলে পুলিশ জানান। এই ব্যাপারে ভুজপুর থানা মামলা নং-০৩(১০)১০ইং রুজু করা হয়েছে। উল্লেখ্য যে,গত এক মাসের মধ্যে উপজেলা ফটিকছড়ির তাঁরাকো দাঁতমারা সরকারি রাবার বাগান থেকে কোটি কোটি টাকার রাবার পাচার হলেও ভুজপুর ফটিকছড়ি থানা পুলিশদল প্রকৃত আসামীদেরকে গ্রেফতারে অসহায় হয়ে পড়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ভুজপুর থানার কতিপয় পুলিশ কর্মকর্তা জানান। উক্ত কর্মকর্তা এলাকাবাসী জানান, পাচারকারী দলের সদস্যরা বিভিন্ন উপায়ে ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে পার পেয়ে যাচ্ছে। ফলে প্রকৃত আসামীর পরিবর্তে নীরহ লোকজন আসামী হয়ে হয়রানীর শিকার হচ্ছে বলে অভিযোগ জানা গেছে। গত এক মাসের মধ্যে ভুজপুর থানায় একের পর এক রাবার আটক মামলা হয়েছে। যাহা ভুজপুর থানা মামলা নং- ০১,তাং-০২/১০/২০১০ইং , মামলা নং-০৭,তাং-২৯/০৯/২০১০ইং মামলা নং- ০৩, তাং-০৬/১০/২০১০ইং উক্ত মামলা গুলোর প্রকৃত আসামী কাউকে পুলিশ এই যাব গ্রেফতার করতে পারেনি বলে কতিপয় পুলিশ কর্মকর্তা এলাকাবাসী জানান। ইতিপূর্বে রাবার পাচার সিন্ডিকেট সদস্যদের মধ্যে আলী আক্কাস ভুট্টু, সাব্বির,জাহাঙ্গীর টিপু,জকু নুরুল ইসলাম গংদের নাম চট্টগ্রাম থেকে প্রকাশিত একটি দৈনিকে সংবাদ প্রকাশিত হলে পুলিশ সিন্ডিকেট সদস্যদের মধ্যে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। থানার .সি মো:ইসমাইল অনান্য পুলিশ কর্মকর্তারা জানান, যাদের কাজ থেকে রাবার উদ্ধার করা হয়েছে এবং যারা জড়িত তারা প্রায় ক্ষমতাসীন দলের নেতা কর্মী। এলাকাবাসী আরও জানান, উপজেলা মূখ্য কর্মকর্তা মো:গাউসূল আজম এর নেতৃত্বে হেঁয়াকো বি.ডি.আর সদস্য ভুজপুর থানা পুলিশদল ক্ষমতাসীন দলের নেতা ব্যক্তিগত রাবার বাগানের মালিক মজিবুল হক মজুমদার প্রকাশ, মজু কোম্পানীর রাবার কারখানা তার বাড়ির এক বাসগৃহ থেকে কোটি টাকার রাবার আটক করেছে। ট্রাক ভর্তি অর্ধ কোটি টাকার রাবার আটকের পর উক্ত ভুট্টু থানা থেকে ছাড় নিতে চেষ্টা চালালেও বেরসিক ছেড়েনি। উল্লেখিত রাবার বাগানের কতিপয় কর্মকর্তা কর্মচারীদের যোগসাজসে বর্তমানে করেরহাট ফেনী,হেঁয়াকো গহিরা সড়ক,খাগড়াছড়ি চট্টগ্রাম সড়ক নাজিরহাট কাজিরহাট সড়ক দিয়ে এই সব কোটি কোটি টাকার মূল্যের চোরাই কাঁচা রাবার পাচার হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। এছাড়া উল্লেখিত সড়কে সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে আসা ফেনসিডিল,হিরোহিন বিভিন্ন পন্য পাচার হচ্ছে বলে এলাকাবাসী জানান। উপরোক্ত বিয়ষে মুঠোফোনে জানতে চাইলে, চট্টগ্রাম বিভাগের রাবার শিল্প উন্নয়নের মহা ব্যবস্থাপক সাইফুল ইসলাম ঘটনার কথা ¯^xKvi করে বাগানের জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

0 comments

ফটিকছড়িতে তথ্য প্রযুক্তি বিষয়ক কর্মশালার শুভ উদ্বোধন

গত ৬ই অক্টোবর ফটিকছড়ি করোনেশন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফটিকছড়ি সেন্ট্রাল স্টুডেন্ট এসোসিয়েশন এবং সেন্টার ফর গুড গভর্ননেন্স এর যৌথ উদ্যোগে তিন মাস ব্যাপী স্কুল ভিত্তিক তথ্য প্রযুক্তি বিষয়ক কর্মশালার শুভ উদ্বোধন স্কুলের প্রধান শিক্ষক জনাব রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সেন্টার ফর গুড গভর্ণনেন্স এর সচিব, বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ জনাব . তৌহিদ মুহাম্মদ ফয়সাল কামাল। আমন্ত্রিত অতিথি মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আল মমিন। এছাড়াও ফটিকছড়ি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধক .তৌহিদ মুহাম্মদ ফয়সাল কামাল বলেন, ডিজিটাল বাংলাদেশ রুপকল্প বাস্তবায়নের জন্য সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তি জ্ঞানের প্রসার ঘটাতে হবে। প্রত্যেককে ব্যক্তিগত ভাবে এইক্ষেত্রে অবদান রাখতে হবে। তথ্য প্রযুক্তির সুফল জনগন যাতে সহজেই পেতে পারে সে উদ্দেশ্যে আজকের কর্মশালার আমি সফলতা কামনা করছি। বিশেষ অতিথি জনাব. আল মমিন বলেন, তথ্য প্রযুক্তি বিশ্বে টিকিয়ে থাকার জন্য অপরিহার্য। তথ্য প্রযুক্তির জ্ঞানের প্রসার ঘটানোর মাধ্যমে বাংলাদেশ আরো অনেক বেশী ¯^wbf©i হতে পারবে। এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনাব, শাহ কামাল, জনাব. ,কে, করিম, কুতুব উদ্দিন চৌধুরী, এন,এম, রহমত উল্লাহ, মোঃ রায়হান খান ঝুমন, মরজিনুর আকতার সানি, মোঃ বোরহান আহম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন মজিবুল হক। উল্লেখ্য তিন মাস ব্যাপী কর্মশালা ফটিকছড়ির বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমিক ভাবে তথ্য প্রযুক্তির উপর প্রশিক্ষণ প্রদান করবে।