আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

0 comments

ফটিকছড়িতে অপহৃত মা শিশু উদ্ধার ও প্রধান অপহরনকারী গ্রেফতার

দীর্ঘ মাসপর গতকাল বিকালে ফটিকছড়ি থানা পুলিশদল গোপন সংবাদের ভিত্তিত্বে সুন্দরপুর ইউ.পি কার্যালয় চত্তর এলাকা থেকে অপহৃত মা শিশু জেসমিন আক্তার(২৭) লাভলু () কে উদ্ধার এবং প্রধান অপহরনকারী দিদারুল আলম প্রকাশ দিদার(৩০) কে গ্রেফতার করেছে। অপর আসামী মনজু মাঝি(৪০) হাশেম(৪২) পলাতক বলে পুলিশ জানান। গ্রেফতারকৃত দিদার থানাধীন আজিমপুর গ্রামের জনৈক শফির পুত্র বলে জানা যায়। এস.আই রফিকুল ইসলাম তদন্ত কর্মকর্তা জানান,তারা ফটিকছড়ি থানা মামলা নং-০৭, তাং-০৯/০৬/২০১০ইং এর এজাহার ভুক্ত আসামী। গতকাল বিকালে স্থানীয় †g¤^vi মজিবুর রহমান গং তাদেরকে গোপনে সুন্দরপুর ইউ,পি কার্যালয়ে হাজির করা হলে বেরসিক পুলিশ তাদেরকে গ্রেফতার করলেও †g¤^viMs সু-কৌশলে গা ঢাকা দিয়েছে। অথচ উক্ত মামলা গ্রহনের জন্য †g¤^vi মজিব,রফিক,সেলিমুল্লাহ মহিলা কমিউনিটি পুলিশিং সদস্য ছখিনা থানা পুলিশের কাছে ধর্ণা দিয়েছিল। কিন্তু তারা পুলিশকে না জানিয়ে গোপনে মিমাংসার চেষ্টা চালালে বাদী অপহৃত জেসমিন আক্তারের ¯^vgx মো:আলী(৩৫) থানা পুলিশকে খবর জানালে তদন্তকারী কর্মকর্তা এস.আই রফিকুল ইসলাম সঙ্গীয় পুলিশদল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদেরকে চট্টগ্রাম বিঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় একটি কুচক্রী জনপ্রতিনিধি জড়িত রয়েছে বলে পুলিশ ধারণা করছে। অপহৃত জেসমিন আক্তর(২৭) প্রধান অপরনকারী দিদার (৩০) জানান, তারা দু্‌জনই ¯^vgx-¯¿x|

এদিকে গত সোমবার ফটিকছড়ি থানাধীন ধর্মপুর আজাদী বাজারে শিশু সোহেল(১১)কে স্থানীয় জনতার সহায়তায় জাফতনগর পুলিশ ক্যাম্পের এস.আই সোলেয়মান সঙ্গীয় পুলিশদল আটক করেছে। আটককৃত শিশু সোহেল ভুজপুর থানাধীন হেয়াকো ইসলামপুর গ্রামের জনৈক মো:মাসুদের পুত্র বলে জানা যায়। তারা ¯^-cwiev‡i চট্টগ্রাম বায়েজিদ এলাকায় বসবাস করে বলে উক্ত সোহেল পুলিশের কাছে ¯^xKvi করেছে। তাকে কে বা কারা এলাকায় আনা হয়েছে জানালেও পরবর্তীতে সে পিতার সাথে রাগ করে পালিয়ে এসেছে বলে উক্ত এস.আই সোলেয়মান এই প্রতিনিধিকে জানান। গতকাল সন্ধায় খবর পেয়ে উক্ত শিশুর পিতা মাসুদ তাকে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তির উপস্থিতিতে নিয়ে গেছে বলে পুলিশ জানান। এব্যাপারে জি.ডি রুজু করেছে বলে উক্ত এস.আই জানান।

0 comments

ফটিকছড়িতে ছুরিঘাতে এক ব্যাক্তি নিহত ও ঘাতক গ্রেফতার

রোববার ভোর সকালে ফটিকছড়ি থানাধীন বখ্‌তপুর গ্রামে ছুরিঘাতে এক ব্যাক্তি নিহত হয়েছে। স্থানীয় সূত্র পুলিশ জানান,বখ্‌তপুর চারাবটতল বাইতুল নূর জামে মসজিদের দায়িত্বরত হাফেজ মো:হায়দার আলী সাথে / জন ব্যাক্তি তর্কবির্তকের এক পর্যায়ে হাফেজ মো:হায়দার আলী ছুরি দিয়ে এক ব্যাক্তিকে আঘাত করলে তাকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা দেন। এদিকে হাফেজ হায়দারকে উত্তেজিত জনতা গনধোলাই দিলে মারাত্তক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর ফটিকছড়ি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এই ব্যাপারে ফটিকছড়ি থানায় হত্যা মামলা নং- ১৭()২০১০ রুজু করা হয়। নিহত মজিবুর রহমান(৩৮),বখ্‌তপুর গ্রামের জনৈক মৃত সৈয়দুর রহমানের পুত্র এবং গ্রেফতারকৃত হাফেজ মো:হায়দার আলী, নানুপুর ঢালকাটা গ্রামের মৃত আমিনুল হকের পুত্র বলে জানা যায়।
0 comments

ভুজপুরে কমিউনিটি পুলিশিং আইন শৃংখলা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত:

গতকাল শুক্রবার বিকালে ভুজপুর থানার .সি মো:ইসমাঈলের উদ্যোগে স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিদের সম্মেলিত এক আইন শৃংখলা সভার শেষে ইউপি পরিষদের মিলনায়তন কক্ষে ইফতার মাহফিল আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান শফিউল আলম নুরী, চেয়ারম্যান ইব্রাহীম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নরুল আলম,সাবেক চেয়ারম্যান নরুল আলম আজাদ,ব্যবসায়ী নুরুল ইসলাম তালুকদার,ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, গোলাপুর রহমান,নাজিম উদ্দীন বাচ্চু প্রমুখ। .সি ইসমাঈল বলেছেন,এলাকার আইন শৃংখলা উন্নয়নে সর্বস্তরের জনগনের সহযোগিতা একান্ত প্রয়োজন। পুলিশ জনতা,জনতাই পুলিশ এই শ্লোগানে সভায় এগিয়ে আসলে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকবে বলে সভায় বক্তারা জানান।

0 comments

ফটিকছড়ির অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ও প্রধান দুই আসামী গ্রেফতার

ফটিকছড়ির কাঞ্চননগর গ্রামের প্রবাসী ইউছুপের কন্যা ৮ম শ্রেণীর ছাত্রী তাহমিনা আক্তার (১৪) কে গতকাল বিকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকা থেকে থানা পুলিশদল উদ্ধার করেছে। গত ৩০ জুলাই ১০ ইং দুপুরে বান্ধবী একই শ্রেণীর ছাত্রী টুম্পা রানী প্রকাশ রেখার যোগসাজসে জনৈক যুবক রাজীব চৌধুরী (২৬),পিতা- বাদল চৌধুরী,গ্রাম-কেরীশর,থানা-পটিয়া,জেলা-চট্টগ্রাম অপহরন করে দীর্ঘ একুশ দিন অজ্ঞাত স্থানে আটক রেখে নির্যাতন চালিয়েছে বলে অপহৃত ছাত্রী তাহমিনা পুলিশেল কাছে ¯^xKv‡ivw³ দিয়েছে। বাদী পুলিশ জানান, গত বুধবার প্রধান আসামী রেখাকে পুলিশ গ্রেফতার করে ব্যাপক জিঞ্জাসাবাদের পর গতকাল শুক্রবার অপহৃত ছাত্রী তাহমিনাকে উদ্ধার এবং প্রধান অপহরণকারী রাজীবকে গ্রেফতার করেছে। পুলিশ আরও জানান, উদ্ধারকৃত ছাত্রীকে ডাক্তারী পরীক্ষা রাজীব রেখাকে বিঞ্জ আদালতে সোপর্দ করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রেখা কাঞ্চননগর গ্রামের দাশ পাড়ার জনৈক কানো দাশের কন্যা বলে পুলিশ জানান।

এদিকে গতকাল ফটিকছড়ির বিবিরহাট বাজারে স্থিত অংগন কোপারেটিভ সোসাইটির ম্যানেজার মো:ওসমান(৪০) গত মঙ্গলবার থেকে অদ্যবদী সমিতির বিপুল পরিমাণ টাকাসহ অফিসে অনুপস্থিত সংক্রান্ত বিষয়ে সমিতির ক্যাশিয়ার সম্ভুপাল বাদী হয়ে ফটিকছড়ি থানায় জি.ডি.অভিযোগ দায়ের করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানান। উক্ত ম্যানেজার মো;ওসমান গত সোমবার তার নিজ বাড়ী লোহাগাড়া চট্টগ্রাম গেলে অদ্যবদী সমিতির কার্যালয়ে অনুপস্থিত থাকায় কর্মচারীদের মধ্যে বিভিন্ন কল্পনা জল্পনা শুরু হয়েছে। বাদী সম্ভুপাল জানান, ম্যানেজারের স্ত্রীর কাছে ফোন করে জানতে পারে যে, সে গত মঙ্গলবার সকালে ফটিকছড়ি সমিতির কার্যালয়ে গেলে অদ্যবদী সে বাড়ীতে আসেনি। পুলিশ উপরোক্ত বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে থানার .সি মো:মফিজ উদ্দীন জানান।