আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

0 comments

নিউইয়র্কে হেইটক্রাইমের শিকার বাংলাদেশীকে জবাইয়ের চেষ্টা

নিউইয়র্কের ম্যানহাটানে বাংলাদেশী ট্যাক্সিচালক শরিফ এইচ আহমেদ (৪৪)কে আফগান ফেরত এক মার্কিন যুবক জবাই করে হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে যাত্রী হয়ে দূর্বৃত্ত মাইকেল এনরাইট (২১) শরিফের ইয়োলো ট্যাক্সিতে উঠে আকস্মিক তার গলায় ছুরি চালায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে শরিফ তার গাড়িটি কয়েক ব্লক দূরে পুলিশের সামনে নিয়ে যায় এনরাইট গাড়ি থেকে পালিয়ে যাবার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে এই লোমহর্ষক ঘটনা ঘটে মঙ্গলবার বিকেলে ম্যানহাটানের সেকেন্ড এভিনিউতে এই হেইটক্রইমের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক তোলপাড় চলছে ছাড়া যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মধ্যে চাপা আতংক নেমে এসেছে নিউইয়র্ক সিটির মেয়র মাইকেল ব্লুমবার্গ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হেইটক্রাইম বা ধরনের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হবে অনেকে আশঙ্কা করছেন, গ্রাউন্ড জিরো এলাকায় মসজিদ নির্মাণ প্রচেষ্টার ঘটনায় এই হেইটক্রাইমের ঘটনা ঘটেছে

গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ম্যানহাটানের পূর্বদিকে সেকেন্ড এভিনিউ ২৪ স্ট্রিটের কর্ণারে হাতের ইশারায় সদ্য আফগান ফেরত মার্কিন মার্কিন যুবক মাইকেল এনরাইট শরিফের গাড়ি থামায় সে গাড়িতে উঠে শরিফের কাছে জানতে চায় সে মুসলমান কিনা শরিফ মুসলমান বলার পর সে তাকে আস্ সালামালাইকুম বলে শরিফ ওলাইকুম সালাম বলে জবাব দেয় এরপর সে আকস্মিকভাবে একটি ছুরি বের করে পেছন থেকে শরিফের গলায় চেপে ধরে বলে, সৌদি বাদশাকে এনে দে!’ শরিফ প্রাণভয়ে দূর্বৃত্তের উদ্দেশে বলে,‘আমাকে মেরো না আমি অনেক কষ্টের কাজ করি এই দেশে দূর্বৃত্ত এনরাইট সময় শরিফের গলায় বেপরোয়াভাবে ছোরা চালাতে থাকে জীবন বাঁচাতে শরিফ গাড়ির দরোজ লক করে ৪২ স্ট্রিটের দিকে গাড়ি চালিয়ে নিয়ে আসে এখানে এনরাইট গাড়ি দরোজা খুলে পালিয়ে যাবার চেষ্টা করছিল যাবার সময় সে পথচারীদের বলছিল, গাড়ির চালক তার কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করছিল রাস্তার ওপর দন্ডায়মান পুলিশকে হাতের ইশারায় রক্তাক্ত শরিফ এনরাইটকে গ্রেপ্তার করার কথা বলে পুলিশ কালক্ষেপণ না করে এনরাইটকে আটক করে পুলিশ শরিফকে ম্যানহাটানের ভেলভিউ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা তার গলায় ২৪টি সেলাই দিয়েছে বর্তমানে শরিফ জ্যামাকায় নিজ বাড়িতে রয়েছেন তার বাড়ি সিলেট শহরে চার সন্তান-স্ত্রী নিয়ে অনেক বছর যাবত তিনি নিউইয়র্কে বাস করছেন বুধবার বিকেলে নিউইয়র্ক সিটির মেয়র কার্যালয় এবং পুলিশ কমিশনারের পক্ষে পৃথক দুটি প্রতিনিধি দল শরিফ আহমেদের বাড়িতে গিয়েছেন ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে মেয়র মাইকেল ব্লুমবার্গ তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন

বুধবার বিকেলে মাইকেল এনরাইটকে পুলিশ ম্যানহাটানের ক্রিমিনাল কোর্টে হাজির করা হয় তার বিরুদ্ধে হত্যার প্রচেষ্টা, হেইটক্রাইম ছোরা রাখার অভিযোগ আনা হয়েছে বিচারক শোয়ার্ন ডিয়েল সিমসং এনরাইটের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠিয়ে দেন এনরাইটের বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি (হত্যা প্রচেষ্টা), প্রথম ডিগ্রি (হেইটক্রাইম), চতুর্থ ডিগ্রি (হাতিয়ার রাখা) প্রমাণিত হলে দূর্বৃত্ত এনরাইটের ২৫ বছর কারাদন্ড হতে পারে এদিকে এই ঘটনায় ম্যানহাটানের গ্রাউন্ড জিরো এলাকায় ইসলামী কালচারাল সেন্টার নির্মাণের বিরোধীরা চুপসে গেছে বুধবার ইসলামী কারচারাল সেন্টার নির্মাণের সমর্থনে ওয়ান ইলাভেনে নিহতদের কয়েকটি পরিবারের সদস্য এবং ২৪টি সংগঠনের কর্মীরা গ্রাউন্ড জিরো এলাকায় সমাবেশ করেছে

মুহাম্মদ আব্বাছ ছাদেক

নিউইয়র্ক থেকে