আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

0 comments

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে দৌড়ঁঝাপ

ফটিকছড়ির পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য মেয়র কমিশনার প্রার্থীদের মধ্যে দৌড়ঝাপ সৃষ্টি হয়েছে। জানা যায়, থানা সদর ধুরুং রাঙ্গামাটিয়া দুটি ইউনিয়নের এলাকা ভোটারদের নিয়ে ফটিকছড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমানে পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করতেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিস। তিনি জানান, সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। পৌরসভার নির্বাচন ঘোষণার পর এলাকায় সম্ভাব্য মেয়র কমিশনার প্রার্থীদের মধ্যে বিভিন্ন কল্পনা জল্পনা শুরুর পাশাপাশি তারা বিভিন্ন এলাকায় গণ সংযোগ মতবিনিময় চালিয়ে যাচ্ছে। মেয়র সম্ভাব্য প্রার্থীর মধ্যে এড: লিয়াকত আলী চৌধুরী, এড: সালামত উল্লাহ শাহীন চৌধুরী, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, চেয়ারম্যান ফরিদুল আলম, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ ইসমাইল হোসেন, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দিন চৌধুরী, সাংবাদিক বিশ্বজিত রাহা মোহাম্মদ আনোয়ার চৌধুরী প্রমুখ এবং সম্ভাব্য কমিশনার প্রার্থীর মধ্যে ব্যবসায়ী ইখতেয়ার উদ্দিন লাভলু, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, ব্যবসায়ী এস. এম. সোলেয়মান, †g¤^vi বেলাল উদ্দিন, হাজী আবুল কাশেম, মো: শাহজাহান, ‡g¤^vi শামসুল আলম, মো: মোবারক, মো: ইলিয়াছ (মনা), মো: হোসেন, মো: শামীম আলমগীর রুবেল, মো: শাহআলম, আলহাজ মো: নাজিম উদ্দিন, †g¤^vi নুরুল আলম, কাজী রহিম, মওলানা হোসেন, ¯^cb কুমার ধর, আমান উল্লাহ চৌধুরী পরিতোষ কান্তি পাল প্রমুখ সম্ভাব্য প্রার্থী হচ্ছে বলে এলাকায় তোলপাড় চলছে। বর্তমানে উক্ত সম্ভাব্য প্রার্থীরা নিজেদের সমর্থক আদায়ের লক্ষ্যে বিভিন্ন সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে মতবিনিময় শুরু করছে এবং প্রার্থী নির্বাচিত হওয়ার জন্য বিভিন্ন জনের প্রতি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। তাদের দৌড়ঁঝাপে এলাকায় নির্বাচনী হাওয়া শুরু হয়েছে। কে হচ্ছেন মেয়র কমিশনার? এই নিয়ে ভোটারদের মধ্যে বিভিন্ন জল্পনা শুরুর পাশাপাশি ভোটারদের কদর বেড়েছে। গ্রামে গঞ্জের হাট বাজার দোকান পাটে ভোটারদের নিয়ে চা চক্রে ব্যাস্ত সম্ভাব্য প্রার্থীরা।
0 comments

ফটিকছড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদককে দায়িত্ব থেকে অব্যাহতি

গত ২৪শে †m‡Þ¤^iÕ11Bs তারিখে উপজেলা থানা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুককে তার দায়িত্বরত পদবীর থেকে অব্যাহতি দিয়েছে বলে জানা যায়। দলীয় সূত্রে প্রকাশ, উক্ত তারিখে থানা বিএনপির কার্য নির্বাহী সভায় বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের অভিযোগে বহিষ্কারের দাবিতে তাকে বহিষ্কার না করে তার পদবীর থেকে অব্যাহতি দিয়েছেন। দলীয় শৃঙ্খলাভঙ্গ, মিথ্যাচার, †¯^”QvPvwiZv দলের মধ্যে কোন্দল সৃষ্টি করে দলের ভাবমুর্ত্তি বিনষ্ট করার অপরাধে উপস্থিত নেতাকর্মীদের অভিযোগে তাকে অব্যাহতি দিয়েছেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি উপজেলা থানা বিএনপির সভাপতি আলহাজ ছালাহউদ্দিন। উপরোক্ত বিষয়ে উক্ত সভাপতি আলহাজ ছালাহউদ্দিন এর কাছে জানতে চাইলে, তিনি উপরোক্ত বিষয়ে সত্যতা ¯^xKvi করেছেন। অপর সুত্রে প্রকাশ, তার অব্যাহতি ঘোষনার পর থেকে নতুন সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার জন্য নেতাকর্মীদের মধ্যে দৌড়ঝাপ সৃষ্টি হয়েছে।
0 comments

ফটিকছড়ি এল.জি.ই.ডির কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ

উপজেলা ফটিকছড়ি এল.জি..ডির কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানা গেছে। অভিযোগে এলাকাবাসী জানান, থানা সদর হেয়াকো গহীরা সড়কের রাঙ্গামাটিয়া শাহানগর সড়কে দীর্ঘ কয়েক মিটার সড়কের মেরামতের কাজ এবং বিভিন্ন এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পাকা নির্মাণ কাজ চালু করে কতিপয় ঠিকাদাররা কাজ বন্ধ রেখেছে। এছাড়া থানা সদর আলী আকবর সড়কে চলতি বর্ষার মৌসুমে প্রায় দেড় কিলোমিটার সড়কের মেরামতের কাজ চালু করে বন্ধ রেখেছে। ফলে, হাজার হাজার এলাকাবাসী থানা সদরে যাতায়তের মারাত্বক অসুবিধার সম্মূখীন হয়ে পড়েছে। উপরোক্ত বিষয়ে ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী বিশ্বজিত দত্ত এর কাছে জানতে চাইলে তিনি জানান, ইতিমধ্যে নিয়োজিত ঠিকাদারদেরকে শোকজ তাগিদ চিঠি প্রেরণ করা হয়েছে এবং তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ না করলে আইনগত ব্যবস্থাগ্রহন করা হবে। এই ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ জরুরী কামনা করেন।
0 comments

ফটিকছড়িতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারফটিকছড়িতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গতকাল সোমবার সকাল ঘটিকার সময় ফটিকছড়ি থানা পুলিশ ফটিকছড়ি থানাধীন উপজেলা ¯^v¯’¨ কমপ্লেকা্র নাজিরহাট হাসপাতাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে থানা পুলিশ থানায় নিয়ে যায়। পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে কে বা কারা অজ্ঞাতনামা যুবককে রক্তাক্ত অবস্থায় নাজিরহাট বিবিরহাট সড়কের বাঘমনি নামক এলাকায় সড়কের পাশে ফেলে যায়। জৈনক এক সি.এন.জি চালক তাকে উক্ত হাসপাতালে নিয়ে গেলে, হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জরুরী বিভাগে চিকিৎসা না দিয়ে বাহিরে পেলে রাখে। পুলিশ খবর পেয়ে সকাল ঘটিকার দিকে উক্ত আহত যুবককে থানা সদর রাঙ্গামাটিয়া ¯^v¯’¨ পরিবার পরিকল্পনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসারপর সে মারা যায়। নিহতের গায়ে সবুজ রঙের জিনসের পেন্ট এবং হাফ সবুজ রঙের গেনজি রয়েছে। পরে পুলিশদল নিহত অজ্ঞাতনামা যুবকের (২০) লাশকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ব্যাপারে ফটিকছড়ি থানায় জি.ডি ১০১৭. তাং-২৬-০৯-২০১১ ইং মামলা রুজু করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ কে এম লিয়াকত আলী জানান।