আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

0 comments

ফটিকছড়ি আজকের প্রজন্মের আহবায়ক কমিটি গঠন

ফটিকছড়ির আজকের প্রজন্মের পুরানো কমিটি বিলুপ্ত ঘোষণা করে, আহবায়ক কমিটি গঠন কল্পে এক সভা গত ১৪ অক্টোবর ২০১১ইং সকাল ১০:০০ ঘটিকার সময় নাজিরহাটস্থ কার্যালয়ে অনুষ্টিত হয়। সংগঠনের স্থায়ী পরিষদ সদস্য লোকমান ছিদ্দিকির সভাপতিত্বে এবং বোরহান আহমেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, .নিজামউদ্দীন জামি,সাংবাদিক প্রদীপ চৌধুরী, সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি রবিউল হোসেন লিটন, সাবেক সভাপতি জাকারিয়া হাবিব, নুরুল ইসলাম মাষ্টার, ফয়জুল ইসলাম বাচ্চু, মো:লোকমান, শেখ মো:রায়হান উদ্দীন, আবু জাফর রেহমান,আসলাম চৌধুরী, রুবেল বিশ্বাষ, শফি উদ্দীন জাহাঙ্গীর, সাহাব উদ্দীন রকি, ওমর ফারুক সিকদার, হুমায়ুন কবির, রুপন ভট্টাচার্য প্রমুখ। সভায় প্রদীপ চৌধুরী কে আহবায়ক এবং শেখ মো:রায়হান উদ্দীন কে সদস্য সচিব করে সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সংগঠনের প্রতিষ্টাতা সদস্য নিজামউদ্দিন জামি সম্প্রতি ভাষা বিজ্ঞানের উপর পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করায় সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
0 comments

ভুজপুরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

আজ সকালে চট্টগ্রামের ভুজপুর থানা পুলিশদল স্ত্রীর লাশ উদ্ধার ¯^vgx‡K গ্রেপ্তার করেছে। স্থানীয় পুলিশ সুত্রে জানান, থানাধীন কেচুয়া দাঁতমারা গ্রামের জনৈক মোঃ ইলিয়াছ (৩০) এর সাথে তার চাচাতো বোন সাফিয়া আক্তার (২০) গত ৩মাস পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। উক্ত ইলিয়াছ এই বিবাহে রাজী ছিল না বলে সমাজের মুরুব্বীদের চাপে সেই বিবাহ করতে বাধ্য হয়। বিবাহের পর থেকে তাদের মধ্যে মনমালিন্য সৃষ্ঠি হয়। অবশেষে গতকাল ভোর সকালে উক্ত ইলিয়াছ সুকৌশলে তার স্ত্রী সাফিয়া আক্তারকে ঘর থেকে বের করে কিছু দূর স্থানে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে গলায় রশি বেঁধে শ্বাস রুদ্য করে হত্যা করে মাটিতে ফেলে রাখে। সকালে নিহতের মা দেখতে পায় তার মেয়ে মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। এতে তার শোর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুজপুর থানায় খবর দিলে এস.আই. ফেরদৌস সঙ্গীয় পুলিশদল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং এলাকাবাসীদের সহায়তায় হত্যাকারী ¯^vgx মোঃ ইলিয়াছকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ব্যাপারে ভুজপুর থানায় নিহতের পিতা মোঃ রফিক উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। যাহা মামলা নং- ১৪(১০)১১, ধারা- ৩০২ রুজু করা হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা এস. আই. ফেরদৌস জানান। এই ঘটনায় এলাকায় পক্ষে-বিপক্ষে দোষীদের তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী জোরদাবী জানান।
0 comments

মওলানা মোহাম্মদ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ

গত সোমবার সকালে ফটিকছড়ি থানাধীন বৃন্দাবনহাট মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মোহাম্মদ হোসেন (৭০), বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না... রাজিউন) মৃত্যুকালে তিনি চার পুত্র দুই কন্যাসহ অসংখ্যক AvZ¡xq-¯^Rb রেখে যান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে পৃথকভাবে বিবৃতি দিয়েছেন, উপজেলা চেয়ারম্যান থানা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান থানা বিএনপির সভাপতি আলহাজ সালাউদ্দিন, চেয়ারম্যান শহিদুল আজম, সাবেক চেয়ারম্যান জমায়তের আমীর মওলানা হাবীব আহম্মদ, মোঃ উমর ফারুক, চেয়ারম্যান সরওয়ার হোসেন ¯^cb, প্রধান শিক্ষক ইসমাইল ভান্ডারী, আফতাব উদ্দিন মানিক প্রমুখ নের্তৃবৃন্দ। সম্প্রতি শিক্ষক মওলানা মোহাম্মদ ইব্রাহিম (৬৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারবর্গের প্রতি অনুরুপভাবে উল্লেখিত বিবৃতিদাতাগণ শোক প্রকাশ করেছেন। ফটিকছড়ি উপজেলাধীন আজিমপুর গ্রামের উল্লেখিত দুই শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
0 comments

ফটিকছড়ি ও ভূজপুরে শারদীয় দূর্গাপূজা সম্পন্ন

হিন্দুদের ধর্মীয় বৃহত্তর পূজা শারদীয় দূর্গোৎসব গতকাল বিজয়ী দশমীর মধ্যে দিয়ে আনন্দ উদ্দীপনায় সম্পন্ন হয়েছে। ভূজপুরে ৪১টি এবং ফটিকছড়িতে ৫০টি মোট ৯১টি পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব পালন করে। কোথাও কোন বড় ধরণের ঘটনার খবর জানা যায়নি। উক্ত পূজা মন্ডপ গুলোতে চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজনা খান মজলিশ, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ .কে.এম লিয়াকত আলী, ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো:ইসমাইল, ফটিকছড়ি কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিৎ কুমার সাধারণ সম্পাদক কাজল পাল ¯^cb কুমার ধর এবং ভূজপুর থানা শাখার পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট তরুণ কিশোর দেবসহ নেতৃবিন্দু বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা পরিদর্শন করেছেন।
0 comments

ফটিকছড়ির ধুরুং খালে ড়ুবে যাওয়া যুবককে উদ্ধারে তান্ত্রিক বৈদ্যসহ হাজারো মানুষের চেষ্টা

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফটিকছড়ির ধুরুং খালে ড়ুবে যাওয়া যুবককে উদ্ধারে তান্ত্রিক বৈদ্যসহ হাজারো মানুষের চেষ্টা অব্যাহত রয়েছে। জানা যায়, গত অক্টোবর ১১ ইং দুপুরে বেগুন খেতের কাজ সেরে জনৈক ইসমাইল প্রকাশ চৌধুরী (৩০) তার দুই সহযোগীসহ বাড়ি ফেরার পথে বেড়াজালী ধুরুং খালে পারাপার সময়ে হঠাৎ খালের উক্ত ইসমাইল ড়ুবে যায়। গত ছয় দিন যাবৎ তার উদ্ধারের কোন সন্ধান না পাওয়ায় অবশেষে গতকাল জনৈক তান্ত্রিক বৈদ্যসহ হাজরো মানুষ উক্ত খালে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে স্থানীয় চেয়ারম্যান সরওয়ার হোসেন ¯^cb, †g¤^vi Av‡bvqvi,‡g¤^vi হাবিব দৌলত মিয়া এই প্রতিনিধিকে জানান। ড়ুবে যাওয়া ইসমাইল বেড়াজালী টিলাপাড়াস্থ জনৈক খূল্লা বোছার পুত্র বলে এলাকাবাসী জানান।

0 comments

ফটিকছড়িতে ফের অজ্ঞাতনামা লাশ উদ্ধার

বৃহস্পতিবার ভোর সকালে ফটিকছড়ি থানা পুলিশদল নাজিরহাট বিবিরহাট সড়কের ডানজুড়ি মোড়স্থ একটি রাইচমিলের সামনে থেকে অজ্ঞাতনামা এক যুবকের(৩৫)লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধারকৃত লাশের গায়ে সবুজ রঙের একটি টি-শার্ট এবং উলঙ্গ অবস্থায় মাথা শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে এবং তদন্ত অব্যাহত বলে তদন্তকারী কর্মকর্তা এস.আই ইতু চাকমা জানান। উল্লেখ্য যে, গত তিন দিনের মধ্যে ফটিকছড়ি থানা পুলিশ আরও দুইটি অজ্ঞাতনামা যুবক এবং একটি অজ্ঞাতনামা যুবতীর লাশ উদ্ধার করেছে। স্থানীয় পুলিশ সূত্রে জানান, গত অক্টোবর ২০১১ ইং তারিখে ধর্মপুর গ্রামের বণিক পাড়া সড়কের পার্শেস্থ ধান খেত থেকে অজ্ঞাতনামা যুবতী(২৫) এবং গত ২৯ ‡m‡Þ¤^i ২০১১ ইং নাজিরহাট বিবিরহাট সড়কের বাঘমনি পুকুর এলাকা থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে। পুলিশ জানান, তাদের কারো এখনো পরিচয় পাওয়া যায়নি। এছাড়া ভূজপুর থানা পুলিশদল হারুয়ালছড়ি পশ্চিম পাড়া এলাকা থেকে এক সন্তানের জননী দূর্গাবালা (৩০) লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে বলে থানা পুলিশ জানান। সম্প্রতি উপজেলা ফটিকছড়ির বিভিন্ন এলাকায় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে এলাকাবাসী শংকিত হয়ে পড়েছে।