আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

0 comments

ফটিকছড়িতে বালি উত্তোলনের কারণে কোটি কোটি টাকার ব্যয়ে নির্মিত ব্রীজগুলো ধসে যাওয়ার আশঙ্কা ও উপকুলবর্তী বাড়ি-ঘর ধসে যাচ্ছে।

ফটিকছড়ির থানা সদরের বাঁশঘাটা, রাজঘাটা, আজিম চৌধুরীঘাট ও লেলাং খালের উপর কোটি কোটি টাকার ব্যয়ে নির্মিত পাকা ব্রীজগুলোর আশপাশের থেকে বালি উত্তোলনের কারণে ব্রীজগুলোর ধসে যাওয়ার আশঙ্কা ও আশপাশের বসতি ঘর-বাড়ি খালের ভাঙ্গনে ধসে বিলিন হয়ে যাচ্ছেএলাকাবাসীর অভিযোগে প্রকাশ, উল্লেখিত ব্রীজগুলোর আশপাশের থেকে বালি উত্তোলনের কারণে ব্রীজগুলোর আশপাশের সড়কগুলো ভেঙ্গে গর্তে যাতায়াত বিঘ্ন সৃষ্টি হয়েছেসম্প্রতি এলাকাবাসীর পক্ষে সালাউদ্দিন ও নুরুল আলম সাবেক †g¤^vi গং লিখিতভাবে এক ¯^viKwjwc বালিবন্ধের জন্য উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফটিকছড়ি ও সহকারী কমিশনার (ভূমি) ফটিকছড়ির বরাবরে পেশ করেছেবালি পাচারকারীদেরকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিষেধ করলেও বালি পাচারকারীরা রাত দিন ট্রাকভর্তি বালি বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছেব্রীজগুলোর আশপাশের থেকে বালি উত্তোলন না করে অন্য স্থান থেকে বালি উত্তোলনের জন্য আদেশ দিলেও বালি পাচারকারীরা প্রশাসনের আদেশ-নির্দেশ মানছে না বলে এলাকাবাসীর অভিযোগসরজমিনে গেলে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা আরও জানান, রাজঘাট, বাশঁঘাট ও ধুরুং স্লুইচগেট পর্যন্ত উভয় কূলবর্তী বাসিন্দাদের বসতিবাড়ি ভেঙ্গে ধসে বিলিন হয়ে যাচ্ছেএছাড়া আজিম চৌধুরীঘাট ও লেলাং খালের ব্রীজের আশপাশের থেকে একই নিয়মে বালি উত্তলনের ফলে ব্রীজগুলো অচিরেই ধসে ভেঙ্গে যাবেযার ফলে বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার এলাকাবাসী উপজেলা থানা সদরের সাথে যাতায়াত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে মারাত্নক ক্ষতির সম্মুখীন হবেউপরোক্ত বিষয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ এর কাছে জানতে চাইলে, তিনি জানান, উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী ও সহকারী কমিশনার ভূমিসহ আলোচনা করেছি এবং জেলা প্রশাসককে জানানো হবেযেহেতু জেলা পরিষদের থেকে বালি পাচারকারীরা বালি উত্তোলনের ইজারা নিয়েছেনএই ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের জরুরী আশু হস্তক্ষেপ কামনা করেন
0 comments

ফটিকছড়ি আজকের প্রজন্মের পৌরসভা কমিটি গঠন

ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্মেi পৌরসভা কমিটি গঠন কল্পে এক সভা গত ১১ b‡f¤^i বিকাল ৪:০০ টায় ফটিকছড়ি ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অনুষ্টিত হয়সংগঠনের সাবেক সভাপতি বোরহান আহমেদের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় পরিষদের সদস্য সচিব শেখ মো: রায়হান উদ্দীন এর সঞ্চালনায় সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, তরুণ ক্রীড়া সংগঠক ইফতেখার উদ্দীন লাভলু এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের আহবায়ক সাংবাদিক প্রদীপ চৌধুরীঅন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আসলাম চৌধুরী, সাংবাদিক দৌলত শওকত,ছড়াকার সজল চক্রবর্তী, কবি নাছির উদ্দীন হাফিজ, এস.এম.কায়ছার চৌধুরী রাসেল, সাহাব উদ্দীন রকি, সৈয়দ গোফরান উদ্দীন, মো:রায়হান খান ঝুমন সভায় আরও উপস্থিত ছিলেন রুবেল বিশ্বাষ, , ওমর ফারুক সিকদার, মো:এরশাদ, মো:আলী আকবর, মো:তাওরাত, মো: সাহেদুল ইসলাম, তন্ময় চৌধুরী হিমেল, জামাল উদ্দীন, পলাশ শীল, নাসির উদ্দীন, মাহফুজ আনাম, এম.আনোয়ার হোসেন ফরিদ, মো:মহি উদ্দীন চৌধুরী, মো:আফাজ উদ্দীন, মু:ইব্রাহিম আরফান, মো:রহিম উদ্দীন রমি, মোরশেদুল আলম মনজু, মো:মিজানুর রহমান, মো:শহীদ, মো:সাজ্জাতুল আজম, মো:বাবর, মো:অহিদুর ইসলাম,মো:আমির সোহেল, মো:হেলাল উদ্দীন, রাহাত খান প্রমুখসভায় সর্বসম্মতিক্রমে মো:রায়হান খান ঝুমন-কে সভাপতি এবং সৈয়দ গোফরান উদ্দীন কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পৌরসভা কমিটি গঠন করা হয়প্রেস বিজ্ঞপ্তি

0 comments

ফটিকছড়িতে আজকের প্রজন্মের উদ্যোগে প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে সুন্দরবনকে ভোটদান কর্মসূচি সম্পন্ন।


ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে সুন্দরবনকে ভোটদান কর্মসূচি গত ৩ b‡f¤^i সকাল ১০টা হতে সুয়াবিল বারমাসিয়া এ.কে উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশর চৌধুরীর সভাপতিত্বে শেখ মোহাম্মদ রায়হানের সম্ভাবনায় কর্মসূচির উদ্ভোধন করেন ব্যবসায়ী নেতা সিরাজউদ্দৌলা দুলাল, প্রধান নেতা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি বোরহান আহম্মেদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নুরুল আলম, মাস্টার, মোঃ মফিজুল আনোয়ার, মিঞাজান, ফারুক হোসেন, সৈয়দ আবু মহসিন, পরিমল দেবনাথ, মোঃ খোরশেদ, ফয়জুল ইসলাম বাচ্চু, সজল চক্রবর্তী, মাহাফুজ আলম, আনোয়ার হোসেন ফরিদ, রুবেল বিশ্বাস, সাইফুর রহমান সোহান, ওমর ফারুক সিকদার, হুমায়ুন কবির, ডাঃ লাবলু বিশ্বাস প্রমুখসভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ দেশ, এই দেশের প্রচার ও প্রসােও প্রাকৃতিক সম্পাশ্চার্য নির্বাচনে সুন্দরবনকে ভোটদানের বিকল্প নেইপ্রায় পাঁচশতাধিক ছাত্রছাত্রী মোবাইলের মাধ্যমে ভোট প্রদান করেন