Pages

ফটিকছড়িতে বালি উত্তোলনের কারণে কোটি কোটি টাকার ব্যয়ে নির্মিত ব্রীজগুলো ধসে যাওয়ার আশঙ্কা ও উপকুলবর্তী বাড়ি-ঘর ধসে যাচ্ছে।
ফটিকছড়ি আজকের প্রজন্মের পৌরসভা কমিটি গঠন
ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন ‘আজকের প্রজন্মেi পৌরসভা কমিটি গঠন কল্পে এক সভা গত ১১ b‡f¤^i বিকাল ৪:০০ টায় ফটিকছড়ি ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অনুষ্টিত হয়। সংগঠনের সাবেক সভাপতি বোরহান আহমেদের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় পরিষদের সদস্য সচিব শেখ মো: রায়হান উদ্দীন এর সঞ্চালনায় সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, তরুণ ক্রীড়া সংগঠক ইফতেখার উদ্দীন লাভলু এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের আহবায়ক সাংবাদিক প্রদীপ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আসলাম চৌধুরী, সাংবাদিক দৌলত শওকত,ছড়াকার সজল চক্রবর্তী, কবি নাছির উদ্দীন হাফিজ, এস.এম.কায়ছার চৌধুরী রাসেল, সাহাব উদ্দীন রকি, সৈয়দ গোফরান উদ্দীন, মো:রায়হান খান ঝুমন । সভায় আরও উপস্থিত ছিলেন রুবেল বিশ্বাষ, , ওমর ফারুক সিকদার, মো:এরশাদ, মো:আলী আকবর, মো:তাওরাত, মো: সাহেদুল ইসলাম, তন্ময় চৌধুরী হিমেল, জামাল উদ্দীন, পলাশ শীল, নাসির উদ্দীন, মাহফুজ আনাম, এম.আনোয়ার হোসেন ফরিদ, মো:মহি উদ্দীন চৌধুরী, মো:আফাজ উদ্দীন, মু:ইব্রাহিম আরফান, মো:রহিম উদ্দীন রমি, মোরশেদুল আলম মনজু, মো:মিজানুর রহমান, মো:শহীদ, মো:সাজ্জাতুল আজম, মো:বাবর, মো:অহিদুর ইসলাম,মো:আমির সোহেল, মো:হেলাল উদ্দীন, রাহাত খান প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মো:রায়হান খান ঝুমন-কে সভাপতি এবং সৈয়দ গোফরান উদ্দীন কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পৌরসভা কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।
ফটিকছড়িতে আজকের প্রজন্মের উদ্যোগে প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে সুন্দরবনকে ভোটদান কর্মসূচি সম্পন্ন।

ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন “আজকের প্রজন্ম” কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে সুন্দরবনকে ভোটদান কর্মসূচি গত ৩ b‡f¤^i সকাল ১০টা হতে সুয়াবিল বারমাসিয়া এ.কে উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশর চৌধুরীর সভাপতিত্বে শেখ মোহাম্মদ রায়হানের সম্ভাবনায় কর্মসূচির উদ্ভোধন করেন ব্যবসায়ী নেতা সিরাজউদ্দৌলা দুলাল, প্রধান নেতা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি বোরহান আহম্মেদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নুরুল আলম, মাস্টার, মোঃ মফিজুল আনোয়ার, মিঞাজান, ফারুক হোসেন, সৈয়দ আবু মহসিন, পরিমল দেবনাথ, মোঃ খোরশেদ, ফয়জুল ইসলাম বাচ্চু, সজল চক্রবর্তী, মাহাফুজ আলম, আনোয়ার হোসেন ফরিদ, রুবেল বিশ্বাস, সাইফুর রহমান সোহান, ওমর ফারুক সিকদার, হুমায়ুন কবির, ডাঃ লাবলু বিশ্বাস প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ দেশ, এই দেশের প্রচার ও প্রসােও প্রাকৃতিক সম্পাশ্চার্য নির্বাচনে সুন্দরবনকে ভোটদানের বিকল্প নেই। প্রায় পাঁচশতাধিক ছাত্রছাত্রী মোবাইলের মাধ্যমে ভোট প্রদান করেন।
ফটিকছড়ি আজকের প্রজন্মের আহবায়ক কমিটি গঠন
ভুজপুরে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
মওলানা মোহাম্মদ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ
ফটিকছড়ি ও ভূজপুরে শারদীয় দূর্গাপূজা সম্পন্ন


Welcome
Twitter Updates
Blog Archive
