আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

ফটিকছড়িতে আজকের প্রজন্মের উদ্যোগে ছিন্নমূল শিশুদের মানবিক সাহায্যের জন্য মাটির ব্যাংক বিতরণ ।

ফটিকছড়ির শিশূ-কিশোর সংগঠন আজকের প্রজন্ম কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের জন্য পরিচালিত সম্পূর্ণ ফ্রিতে বর্ণমালা স্কুলের ছাত্র/ ছাত্রীদের মানবিক সাহায্যের জন্য মাটির ব্যাংক বিতরণ কর্মসূচি অনূষ্ঠিত হয়

বোরহান আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মো: লোকমান, শফিউদ্দিন জাহাঙ্গীর, শামসুদ্দীন তাবরীজ শাকিল, শেখ মো: রায়হান, এস.এন. আলম আজাদ, আবু জাফর রেহমান, মো:নাছির উদ্দিন, নাছির উদ্দিন হাফিজ, নুরুল ইসলাম মাষ্টার, নুরুল আবছার, মাহমুদ চৌধুরী প্রমূখ

সভায় বক্তারা এ উদ্যোগকে ¯^vMZ জানিয়ে বলেন, প্রত্যেক ক্ষেত্রে সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের জন্য মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিলে সমাজ হতে বৈষম্য দূরীভূত হবে

এ মাটির ব্যাংকের সঞ্চিত অর্থ ছিন্নমূল শিশুদের লেখাপড়া, পুষ্টিকর খাদ্য বিতরণ, বই-খাতা প্রদান ইত্যাদি খাতে ব্যবহৃত হবে আজকের প্রজন্মের সা: সদস্য, আজীবন সদস্য, পৃষ্টপোষক, স্থায়ী পরিষদ, সদস্য ও শুভার্থীদের মাঝে মোট একশটি মাটির ব্যাংক বিতরণ করা হয়

0 comments:

Post a Comment