
ফটিকছড়িতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০১০ ইং উপলক্ষে ফটিকছড়ি করোনেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গত ২৪ ই জুন থানা সদরে প্রধান প্রধান সড়কে i¨vjx বের করে। উক্ত ব্যালীতে ফটিকছড়ি করোনেশন ও বালিকা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রী অংশগ্রহন করে। i¨vjx শেষে উপজেলা মূখ্য কর্মকর্তা Kvh©vjq মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় উপজেলা মূখ্য কর্মকর্তা মো:গাউসূল আজম এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন চৌধূরী ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মুহাম্মদ আলকাদেরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমোমিন,প্রধান শিক্ষক রেজাউল করিম,এডভোকেট উত্তম কুমার মহাজন,মতিউল ইসলাম, আলহাজ্ব ইসমাঈল হোসেন,সৈয়দ মোহাম্মদ ইলিয়াছ,প্রধান শিক্ষক সৈয়দ মুহাম্মদ ইউছুপ,শিক্ষক শিক্ষীকা ও ছাত্র/ছাত্রী প্রমুখ। বক্তারা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব আরোপ করেন।
0 comments:
Post a Comment