আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

মওলানা মোহাম্মদ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ

গত সোমবার সকালে ফটিকছড়ি থানাধীন বৃন্দাবনহাট মাদ্রাসার অধ্যক্ষ মওলানা মোহাম্মদ হোসেন (৭০), বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না... রাজিউন) মৃত্যুকালে তিনি চার পুত্র দুই কন্যাসহ অসংখ্যক AvZ¡xq-¯^Rb রেখে যান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে পৃথকভাবে বিবৃতি দিয়েছেন, উপজেলা চেয়ারম্যান থানা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান থানা বিএনপির সভাপতি আলহাজ সালাউদ্দিন, চেয়ারম্যান শহিদুল আজম, সাবেক চেয়ারম্যান জমায়তের আমীর মওলানা হাবীব আহম্মদ, মোঃ উমর ফারুক, চেয়ারম্যান সরওয়ার হোসেন ¯^cb, প্রধান শিক্ষক ইসমাইল ভান্ডারী, আফতাব উদ্দিন মানিক প্রমুখ নের্তৃবৃন্দ। সম্প্রতি শিক্ষক মওলানা মোহাম্মদ ইব্রাহিম (৬৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারবর্গের প্রতি অনুরুপভাবে উল্লেখিত বিবৃতিদাতাগণ শোক প্রকাশ করেছেন। ফটিকছড়ি উপজেলাধীন আজিমপুর গ্রামের উল্লেখিত দুই শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

0 comments:

Post a Comment