গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফটিকছড়ির ধুরুং খালে ড়ুবে যাওয়া যুবককে উদ্ধারে তান্ত্রিক বৈদ্যসহ হাজারো মানুষের চেষ্টা অব্যাহত রয়েছে। জানা যায়, গত ১ অক্টোবর ১১ ইং দুপুরে বেগুন খেতের কাজ সেরে জনৈক ইসমাইল প্রকাশ চৌধুরী (৩০) তার দুই সহযোগীসহ বাড়ি ফেরার পথে বেড়াজালী ধুরুং খালে পারাপার সময়ে হঠাৎ খালের উক্ত ইসমাইল ড়ুবে যায়। গত ছয় দিন যাবৎ তার উদ্ধারের কোন সন্ধান না পাওয়ায় অবশেষে গতকাল জনৈক তান্ত্রিক বৈদ্যসহ হাজরো মানুষ উক্ত খালে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে স্থানীয় চেয়ারম্যান সরওয়ার হোসেন ¯^cb, †g¤^vi Av‡bvqvi,‡g¤^vi হাবিব ও দৌলত মিয়া এই প্রতিনিধিকে জানান। ড়ুবে যাওয়া ইসমাইল বেড়াজালী টিলাপাড়াস্থ জনৈক খূল্লা বোছার পুত্র বলে এলাকাবাসী জানান।
Pages

Posted by
MoonStar
at
9:24 PM
Friday, October 14, 2011
ফটিকছড়ির ধুরুং খালে ড়ুবে যাওয়া যুবককে উদ্ধারে তান্ত্রিক বৈদ্যসহ হাজারো মানুষের চেষ্টা
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment