আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

ফটিকছড়িতে আজকের প্রজন্মের উদ্যোগে প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে সুন্দরবনকে ভোটদান কর্মসূচি সম্পন্ন।


ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে সুন্দরবনকে ভোটদান কর্মসূচি গত ৩ b‡f¤^i সকাল ১০টা হতে সুয়াবিল বারমাসিয়া এ.কে উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশর চৌধুরীর সভাপতিত্বে শেখ মোহাম্মদ রায়হানের সম্ভাবনায় কর্মসূচির উদ্ভোধন করেন ব্যবসায়ী নেতা সিরাজউদ্দৌলা দুলাল, প্রধান নেতা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি বোরহান আহম্মেদ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নুরুল আলম, মাস্টার, মোঃ মফিজুল আনোয়ার, মিঞাজান, ফারুক হোসেন, সৈয়দ আবু মহসিন, পরিমল দেবনাথ, মোঃ খোরশেদ, ফয়জুল ইসলাম বাচ্চু, সজল চক্রবর্তী, মাহাফুজ আলম, আনোয়ার হোসেন ফরিদ, রুবেল বিশ্বাস, সাইফুর রহমান সোহান, ওমর ফারুক সিকদার, হুমায়ুন কবির, ডাঃ লাবলু বিশ্বাস প্রমুখসভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ দেশ, এই দেশের প্রচার ও প্রসােও প্রাকৃতিক সম্পাশ্চার্য নির্বাচনে সুন্দরবনকে ভোটদানের বিকল্প নেইপ্রায় পাঁচশতাধিক ছাত্রছাত্রী মোবাইলের মাধ্যমে ভোট প্রদান করেন

0 comments:

Post a Comment