আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

ফটিকছড়ি আজকের প্রজন্মের পৌরসভা কমিটি গঠন

ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্মেi পৌরসভা কমিটি গঠন কল্পে এক সভা গত ১১ b‡f¤^i বিকাল ৪:০০ টায় ফটিকছড়ি ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অনুষ্টিত হয়সংগঠনের সাবেক সভাপতি বোরহান আহমেদের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় পরিষদের সদস্য সচিব শেখ মো: রায়হান উদ্দীন এর সঞ্চালনায় সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, তরুণ ক্রীড়া সংগঠক ইফতেখার উদ্দীন লাভলু এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের আহবায়ক সাংবাদিক প্রদীপ চৌধুরীঅন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আসলাম চৌধুরী, সাংবাদিক দৌলত শওকত,ছড়াকার সজল চক্রবর্তী, কবি নাছির উদ্দীন হাফিজ, এস.এম.কায়ছার চৌধুরী রাসেল, সাহাব উদ্দীন রকি, সৈয়দ গোফরান উদ্দীন, মো:রায়হান খান ঝুমন সভায় আরও উপস্থিত ছিলেন রুবেল বিশ্বাষ, , ওমর ফারুক সিকদার, মো:এরশাদ, মো:আলী আকবর, মো:তাওরাত, মো: সাহেদুল ইসলাম, তন্ময় চৌধুরী হিমেল, জামাল উদ্দীন, পলাশ শীল, নাসির উদ্দীন, মাহফুজ আনাম, এম.আনোয়ার হোসেন ফরিদ, মো:মহি উদ্দীন চৌধুরী, মো:আফাজ উদ্দীন, মু:ইব্রাহিম আরফান, মো:রহিম উদ্দীন রমি, মোরশেদুল আলম মনজু, মো:মিজানুর রহমান, মো:শহীদ, মো:সাজ্জাতুল আজম, মো:বাবর, মো:অহিদুর ইসলাম,মো:আমির সোহেল, মো:হেলাল উদ্দীন, রাহাত খান প্রমুখসভায় সর্বসম্মতিক্রমে মো:রায়হান খান ঝুমন-কে সভাপতি এবং সৈয়দ গোফরান উদ্দীন কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট পৌরসভা কমিটি গঠন করা হয়প্রেস বিজ্ঞপ্তি

0 comments:

Post a Comment