ফটিকছড়ি বিবিরহাট বাজারে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে ¯^cb জুয়েলার্স, জে.এল এন্টারপ্রাইজ ও রহমতিয়া ফিড সেন্টার তিনটি দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মালিক ¯^cb কুমার ধর বাদী হয়ে থানায় মামলা করেছে। যাহা ফটিকছড়ি থানা মামলা নং- ০৩, তাং-০৭/০৭/২০১০ইং। মামলা বিবরণে প্রকাশ, চোরের দল জুয়েলার্সের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে বিভিন্ন রকমের তৈরি ¯^Y© ত্রিশ ভরি ও নগদ ৮০,০০০/= টাকাসহ সর্ব মোট ১০,২৫,০০০/= টাকার সম্পদ চোরের দল নিয়ে গেছে। জে,এল এন্টার প্রাইজ থেকে ১৫০০/= টাকা এবং রহমতিয়া ফিড সেন্টার থেকে ২৫০০/= টাকা একই নিয়মে চোরের দল নিয়ে গেছে বলে মালিকরা জানান। উল্লেখ্য যে, গত ১ সপ্তাহে ১২ টি দোকান চুরির ঘটনা ঘটেছে এবং থানায় জাহেদুল ইসলাম চৌধুরী পারভেস বাদী হয়ে জি.ডি মামলা করেছিল। কিন্তু পুলিশ উক্ত ১২ টি দোকানের চুরির ঘটনায় এই যাবৎ কাউকে গ্রেফতার করেনি। গতকাল বুধবার সকালে ফটিকছড়ি জুয়েলার্স সমিতির উদ্দ্যেগে মিছিল সমাবেশ ও এক ¯^viKwjwc উপজেলা মূখ্য কর্মকর্তা এবং ও.সি. ফটিকছড়ি থানা বরাবরে মিছিল সহকারে পেশ করেছে। উক্ত ¯^viKwjwc‡Z আগামী তিন দিনের মধ্যে চোরদের কাউকে পুলিশ গ্রেফতার এবং চুরিকৃত মালামাল উদ্ধার করা না হলে বৃহত্তর কর্মসূচীর হুশিয়ারী উচ্চারণ করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই হাবিবুর রহমান Rvbvb,¯^‡Y©i দোকান চুরির ঘটনার সন্দেহে ৫ জনকে আটক করেছে এবং তাদেরকে ব্যাপক জিঞ্জাসাবাদ চালাচ্ছে। তিনি আরো জানান, আটককৃতরা হলো অলি মিয়া (৫০) বাজারের নৈশ প্রহরী, আব্দুল মালেক (৩৫) নৈশ প্রহরী, মো:হোসেন (৪০) নৈশ প্রহরী, তৈয়ব (৪৫) ডাচ বাংলা ব্যাংকের দারোয়ন নৈশ প্রহরী এবং শাহাজান (৪০), ডাচ বাংলা ব্যাংকের নৈশ প্রহরী। এদিকে বিবিরহাট বাজার বণিক সমিতি ও ফটিকছড়ি জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দরা জানান, থানার সামনে বিবিরহাট বাজারে একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ী মহল হতাশায় উদ্বিগ্ন। তারা দু:খ প্রকাশ করে জানান, বাজারে স্থায়ীভাবে নৈশ প্রহরী ও থানা টহল পুলিশ থাকা সত্বেও এই ধরণের চুরির ঘটনা ঘটচ্ছে। এছাড়া বিভিন্ন প্রত্যান্ত এলাকায় চুরি,ডাকাতি,খুন হত্যাসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধিতে এলাকাবাসী শংকিত হয়ে পড়েছে বলে নেতৃবৃন্দরা জানান।
Pages

Posted by
MoonStar
at
10:39 PM
Wednesday, July 7, 2010
ফটিকছড়ি বিবিরহাট বাজারে ¯^‡Y©i দোকানসহ ফের ১৫ টি দূর্ধর্ষ চুরির ঘটনায় মিছিল সমাবেশ ¯^viKwjwc পেশ
Subscribe to:
Post Comments (Atom)


Welcome
Twitter Updates
Blog Archive

0 comments:
Post a Comment