আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

ফটিকছড়িতে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী শেয়াকত বাহিনীর প্রধান শেয়াকত নিহত

ফটিকছড়ি সংবাদদাতা: গতকাল শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও পুলিশদল দক্ষিণ পাইন্দং এলাকায় অভিযান চালালে একদল অস্ত্রধারী সন্ত্রাসী পুলিশের ঠের পেয়ে পালানোর চেষ্টা চালায়এই সময় পুলিশ ধাওয়া করলে সন্ত্রাসীরা এলো পাতাড়ী গুলি ছুড়ে, এতে পুলিশ পাল্টা গুলি বর্ষণ করলে ঘটনা স্থলে এক সন্ত্রাসী গুলি বৃদ্ধ হয়ে মাঠিতে লুঠে পড়েঘটনাস্থল থেকে গুলিবৃদ্ধ সন্ত্রাসীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা দেনপরক্ষণে ঘটনার খবর পেয়ে এলাকাবাসী নিহত ব্যাক্তিকে দেখতে আসলে এলাকাবাসী নিহত ব্যাক্তিকে সনাক্ত করে জানান যে, নিহত ব্যাক্তি শীর্ষ সন্ত্রাসী শেয়াকত বাহিনীর প্রধান শেয়াকত (৩৫),পিতা: মৃত তফাজ্জল আহম্মদ,প্রকাশ- আলী আহম্মদ প্রকাশ গুরা মনা, সাং- দক্ষিণ পাইন্দং (মালির বাড়ী), থানা-ফটিকছড়ি,জেলা-চট্টগ্রামপুলিশ জানান, ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে একটি দেশীয় তৈরী এক নলা বন্দুক, ০১ দেশীয় এয়ারগান, ০৫ রাউন্ড চায়না রাইফেলেরগুলি, ১২টি বন্দুকের তাজা কার্তুজ, ০১ খাকী পোসেস (তুজদানী), ১০ টি হলেন্ড বাবরিয়া বিয়ার, ০৫টি পাষ্টিকের সেন্টেল, ২টি পটেটো ক্রেকারস ,চিপস্‌ এর কালী পেকেট, ০৪টি সিগারেটের প্যাকেট এবং ০২ টি দিয়াশলাইয়ের বকা্র উদ্ধার করেছে এবং লাশকে মর্গে প্রেরণ করেনহাটহাজারী সার্কেল সহকারী সুপার মোং বাবুল আক্তার আরও জানান,নিহত শেয়াকতের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় ১৪ টি খুন,অপহৃণ,হত্যা, পুলিশের উপর হামলা ও একটি জন নিরাপত্তা আইনে মামলা রয়েছে

আগামীকাল শীর্ষ সন্ত্রাসী শেয়াকত বাহিনীর প্রধান শেয়াকতের বিভিন্ন অপকর্মের পূর্ণাঙ্গ চিত্র প্রকাশিত হবে

0 comments:

Post a Comment