আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

ভুজপুরে বিপুল পরিমাণ ভেজাল ঘীর উপাদানসহ ২ ব্যাক্তি গ্রেফতার

বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভুজপুর থানার .সি. মো:ইছমাইল এর নের্তৃত্বে থানা পুলিশদল নারায়ণহাট বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ঘী তৈরীর উপাদানসহ ব্যাক্তিকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্র পুলিশ জানান, জনৈক সরোয়ার চৌধুরীর ভাড়াটিয়া ঘরে ভেজাল ঘী তৈরী করার সময় হাতেনাতে পুলিশদল দেড় লক্ষ টাকার মূল্যের ভেজাল ঘীর সরঞ্জাম উপাদান উদ্ধার করে এবং ব্যাক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো আবুল হোসেন (৫০),পিতা- মৃত সফর আলী, সাং- পন্দিদসর,থানা- নরিয়া,জেলা- শরিয়তপুর এবং মোহাম্মদ সোহাগ (২৪), পিতা- আবুল হোসেন, সাং,থানা জেলা - ঐ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫() ধারা মতে ভুজপুর থানায় মামলা হয়েছে। যাহা মামলা নং - ১১,২৯-০৭-২০১০

এদিকে গত বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে .সি. মো:ইছমাইল এর নের্তৃত্বে ভুজপুর থানার পুলিশদল রামগড় এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার যাব জীবন সাজাপ্রাপ্ত ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক ৎসর জেল দন্ডাদেশ পলাতক আসামী মো:হাবিবুর রহমান (৪০),পিতা-মৃত মকবুল আহম্মদ, সাং-হাসনাবাদ, থানা-ভুজপুর,জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে দিঘিনালা থানার ধর্ষণ মামলা নং- ০১(১২)২০১০ রয়েছে বলে ভুজপুর থানা পুলিশ জানায়।

অপরদিকে গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হেয়াকো রামগড় ক্যাম্পের সেনা সদস্যরা রামগড় করেরহাটে ১টি বাসে তল্যাশি চালিয়ে কাটুন ভর্তি চল্লিশ বোতল ফেনসিডিল ভারতীয় তৈরি আটক করে যুবককে ভুজপুর থানায় সোর্পদ করেছে। পুলিশ জানান, গ্রেফতারকৃত যুবক ডালিম (২৪) সেলিম (২৫) খাগড়াছড়ি এলাকার স্থায়ী বাসিন্দা এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ধারায় মামলা হয়েছে।

0 comments:

Post a Comment