আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

চোরাই পথে আসা ভারতীয় দুই মোটর সাইকেলসহ দুই যুবককে ভুজপুরে গ্রেফতার

গত বৃহস্পতিবার সন্ধায় ভুজপুর থানা পুলিশদল হেয়াকো ফটিকছড়ি সড়ক থেকে ভারতীয় তৈরী বাজাজ ডিসকভার নতুন ২টি মোটর সাইকেল আরোহী দুই যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানান, ভারত থেকে সীমান্ত চোরাই পথে আসা উক্ত মোটর সাইকেল টি সহ তাদেরকে গ্রেফতার করে গতকাল শুক্রবার তিন দিনের রিমান্ডে আনা হয়েছে। রিমান্ডে জিঞ্জাসাবাদে আলাউদ্দীন(২৬), ছাদেক নগর এমরান প্রকাশ আজম, লেলাং ¯^xKv‡ivw³‡Z জানান, তারা কুমিল্লা আবছার এবং ফেনীর সি.এন.জি চালক জনৈক আবছার সিন্ডিকেট গ্রুপ থেকে তিন লাখ টাকা দিয়ে উক্ত মোটর সাইকেলগুলো ক্রয় করে ভূয়া bv¤^vi প্লেইট লাগিয়ে ফটিকছড়িতে আনা হচ্ছে। এই ব্যাপারে ভুজপুর থানায় মামলা নং- ০৬ তাং-১২-০৮-২০১০ইং রুজু করা হয়েছে বলে পুলিশ জানান। গ্রেফতারকৃত আলাউদ্দীন (২৬), সুন্দরপুর ছাদেক নগর গ্রামের হাছি সিকদার বাড়ীর আব্দুল মান্নান এবং এমরান প্রকাশ আজম (২৮) লেলাং গ্রামের মনা বাপের বাড়ীর জনৈক মো:ইদ্রিচ এর পুত্র বলে জানা যায়। তাদের গ্রেফতার করতে গিয়ে এস.আই মোহন লাল চন্দ্র আহত হয়েছে বলে ভুজপুর থানার .সি মো:ইসমাঈল জানান। ব্যবহৃত মোটর সাইকেলগুলোর ভূয়া bv¤^vi গুলো হচ্ছে নোয়াখালী--১১-২৭৪৫ এবং নোয়াখালী - - ১১-২৭৭৫ সিন্ডিকেট পাচারকারী অনান্য সদস্যদেরকে গ্রেফতারের অভিযান অব্যহত আছে বলে থানার .সি মো:ইছমাঈল জানান।

0 comments:

Post a Comment