আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

ফটিকছড়ির অপহৃত স্কুলছাত্রী উদ্ধার ও প্রধান দুই আসামী গ্রেফতার

ফটিকছড়ির কাঞ্চননগর গ্রামের প্রবাসী ইউছুপের কন্যা ৮ম শ্রেণীর ছাত্রী তাহমিনা আক্তার (১৪) কে গতকাল বিকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকা থেকে থানা পুলিশদল উদ্ধার করেছে। গত ৩০ জুলাই ১০ ইং দুপুরে বান্ধবী একই শ্রেণীর ছাত্রী টুম্পা রানী প্রকাশ রেখার যোগসাজসে জনৈক যুবক রাজীব চৌধুরী (২৬),পিতা- বাদল চৌধুরী,গ্রাম-কেরীশর,থানা-পটিয়া,জেলা-চট্টগ্রাম অপহরন করে দীর্ঘ একুশ দিন অজ্ঞাত স্থানে আটক রেখে নির্যাতন চালিয়েছে বলে অপহৃত ছাত্রী তাহমিনা পুলিশেল কাছে ¯^xKv‡ivw³ দিয়েছে। বাদী পুলিশ জানান, গত বুধবার প্রধান আসামী রেখাকে পুলিশ গ্রেফতার করে ব্যাপক জিঞ্জাসাবাদের পর গতকাল শুক্রবার অপহৃত ছাত্রী তাহমিনাকে উদ্ধার এবং প্রধান অপহরণকারী রাজীবকে গ্রেফতার করেছে। পুলিশ আরও জানান, উদ্ধারকৃত ছাত্রীকে ডাক্তারী পরীক্ষা রাজীব রেখাকে বিঞ্জ আদালতে সোপর্দ করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রেখা কাঞ্চননগর গ্রামের দাশ পাড়ার জনৈক কানো দাশের কন্যা বলে পুলিশ জানান।

এদিকে গতকাল ফটিকছড়ির বিবিরহাট বাজারে স্থিত অংগন কোপারেটিভ সোসাইটির ম্যানেজার মো:ওসমান(৪০) গত মঙ্গলবার থেকে অদ্যবদী সমিতির বিপুল পরিমাণ টাকাসহ অফিসে অনুপস্থিত সংক্রান্ত বিষয়ে সমিতির ক্যাশিয়ার সম্ভুপাল বাদী হয়ে ফটিকছড়ি থানায় জি.ডি.অভিযোগ দায়ের করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানান। উক্ত ম্যানেজার মো;ওসমান গত সোমবার তার নিজ বাড়ী লোহাগাড়া চট্টগ্রাম গেলে অদ্যবদী সমিতির কার্যালয়ে অনুপস্থিত থাকায় কর্মচারীদের মধ্যে বিভিন্ন কল্পনা জল্পনা শুরু হয়েছে। বাদী সম্ভুপাল জানান, ম্যানেজারের স্ত্রীর কাছে ফোন করে জানতে পারে যে, সে গত মঙ্গলবার সকালে ফটিকছড়ি সমিতির কার্যালয়ে গেলে অদ্যবদী সে বাড়ীতে আসেনি। পুলিশ উপরোক্ত বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে থানার .সি মো:মফিজ উদ্দীন জানান।

0 comments:

Post a Comment