আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

ফটিকছড়ি আজকের প্রজন্মের উদ্যোগে রবীন্দ্রনাথের প্রয়াত দিবস উপলক্ষ্যে স্মরনানুষ্টান অনুষ্টিত

ফটিকছড়ি শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্ম’’ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৬৯ তম প্রয়াত দিবস রবীন্দ্রনানুষ্টান,আজকের প্রজন্ম কেন্দ্রীয় কার্যালয়ে বোরহান আহমেদের সভাপতিত্বে গত আগষ্ট বিকাল পাচঁটায় অনুষ্টিত হয়। শেখ মো:রায়হানের সঞ্চালনায় সভায় রবীন্দ্রনাথের সাহিত্য-সংস্কৃতির উপর আলোচনা করেন সংস্কৃতিকর্মী আবু জাফর রেহমান, মো:মুছা আলম মাষ্টার,মো:লোকমান,শামসুদ্দিন তাবরীজ শাকিল,শফি উদ্দীন জাহাঙ্গীর,আবদুস ছালাম,মো:নাছির উদ্দিন,এস.এম কায়সার চৌধুরী রাসেল,সভায় বক্তারা বলেন,বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বহুমাতৃক প্রতিভা সম্পন্ন্‌ ক্ষিণ জন্মা বিরল ব্যক্তিত্ব,সাহিত্যের প্রতিটি শাখায় তার পদচারণা ছিলো অত্যন্ত সফল প্রজ্জলিত কি কবিতায়,কি গানে-নাটকে,ছোট গল্পে, শিশু-সাহিত্যে প্রবন্ধে উপন্যাসে প্রত্যেকটি ক্ষেত্রে তার অবদান Ab¯^xKvh©, বাংলা সাহিত্যের আকাশে তার উপস্থিতি ধ্রুবজ্যেতির মতো, তারঁ কিছু কিছু লেখা গান কবিতায় তিনি একেবারে জাত-পাত বর্ণ বৈষ্যম্যহীন মানুষ। ২২ শ্রাবণকে কবিগুরো রবিন্দ্রনাথ প্রয়াত দিবসকে রাষ্টীয়ভাবে উদযাপনের জন্য সরকারের প্রতি দাবী জানান। ( প্রেস বিঞ্জপ্তি)

0 comments:

Post a Comment