
ফটিকছড়ি থানা পুলিশদল খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের বারৈয়ারহাট এলাকায় কার ভর্তি ভারতীয় তৈরি ১৯০ বোতল পেনসিডিল উদ্ধার এবং মাদক দ্রব্য পাচারকারী ১ সদস্যকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার ফটিকছড়ি থানার ও,সি মফিজের নেতৃত্বে দারোগা হাবিব সঙ্গীয় পুলিশদল ঢাকা মেট্টো-খ- ১২-৬১২০ প্রাইভেট কার আটক করে তল্লাসি চালিয়ে উক্ত পেনসিডিল ও পাচারকারী সদস্য নুরু আলম(২৬),পিতা- মৃত রবিউল হক, সাং- ছনোয়া, থানা ও জেলা- ফেনী কে গ্রেফতার করে এবং কার চালক পলাতক বলে পুলিশ জানান। গ্রেফতারকৃত নুরুল আলম পুলিশের কাছে ¯^xKv‡ivw³‡Z ভারত থেকে সীমান্ত এলাকার ফেনীর জনৈক আবছার সিন্ডিকেট এই সব মাদকদ্রব্যগুলো রামগড় করেরহাট হেয়াকো সড়ক দিয়ে খাগড়াছড়ি চট্টগ্রাম হাটহাজারীতে জনৈক মাদক ব্যবসায়ী রহমানের কাছে পাটাচ্ছে এই ব্যাপারে ফটিকছড়ি থানায় মাদক দ্রব্য পাচার আইনে মামলা হয়েছে যাহা মামলা নং- ০৭,তাং-০৫-০৮-২০১০ইং। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে মামলার তদন্ত্যকারী কর্মকর্তা দারোড়া হাবিবুর রহমান জানান।
0 comments:
Post a Comment