আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

ফটিকছড়ি ও ভূজপুরে শারদীয় দূর্গাপূজা সম্পন্ন

হিন্দুদের ধর্মীয় বৃহত্তর পূজা শারদীয় দূর্গোৎসব গতকাল বিজয়ী দশমীর মধ্যে দিয়ে আনন্দ উদ্দীপনায় সম্পন্ন হয়েছে। ভূজপুরে ৪১টি এবং ফটিকছড়িতে ৫০টি মোট ৯১টি পূজা মন্ডপে শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব পালন করে। কোথাও কোন বড় ধরণের ঘটনার খবর জানা যায়নি। উক্ত পূজা মন্ডপ গুলোতে চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজনা খান মজলিশ, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ .কে.এম লিয়াকত আলী, ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো:ইসমাইল, ফটিকছড়ি কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিৎ কুমার সাধারণ সম্পাদক কাজল পাল ¯^cb কুমার ধর এবং ভূজপুর থানা শাখার পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট তরুণ কিশোর দেবসহ নেতৃবিন্দু বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা পরিদর্শন করেছেন।

0 comments:

Post a Comment