বৃহস্পতিবার ভোর সকালে ফটিকছড়ি থানা পুলিশদল নাজিরহাট বিবিরহাট সড়কের ডানজুড়ি মোড়স্থ একটি রাইচমিলের সামনে থেকে অজ্ঞাতনামা এক যুবকের(৩৫)লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। উদ্ধারকৃত লাশের গায়ে সবুজ রঙের একটি টি-শার্ট এবং উলঙ্গ অবস্থায় মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে এবং তদন্ত অব্যাহত বলে তদন্তকারী কর্মকর্তা এস.আই ইতু চাকমা জানান। উল্লেখ্য যে, গত তিন দিনের মধ্যে ফটিকছড়ি থানা পুলিশ আরও দুইটি অজ্ঞাতনামা যুবক এবং একটি অজ্ঞাতনামা যুবতীর লাশ উদ্ধার করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানান, গত ৪ অক্টোবর ২০১১ ইং তারিখে ধর্মপুর গ্রামের বণিক পাড়া সড়কের পার্শেস্থ ধান খেত থেকে অজ্ঞাতনামা যুবতী(২৫) এবং গত ২৯ ‡m‡Þ¤^i ২০১১ ইং নাজিরহাট বিবিরহাট সড়কের বাঘমনি পুকুর এলাকা থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে। পুলিশ জানান, তাদের কারো এখনো পরিচয় পাওয়া যায়নি। এছাড়া ভূজপুর থানা পুলিশদল হারুয়ালছড়ি পশ্চিম পাড়া এলাকা থেকে এক সন্তানের জননী দূর্গাবালা (৩০) লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে বলে থানা পুলিশ জানান। সম্প্রতি উপজেলা ফটিকছড়ির বিভিন্ন এলাকায় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে এলাকাবাসী শংকিত হয়ে পড়েছে।
Pages

Posted by
MoonStar
at
9:23 PM
Friday, October 14, 2011
ফটিকছড়িতে ফের অজ্ঞাতনামা লাশ উদ্ধার
Subscribe to:
Post Comments (Atom)


0 comments:
Post a Comment