আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে দৌড়ঁঝাপ

ফটিকছড়ির পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য মেয়র কমিশনার প্রার্থীদের মধ্যে দৌড়ঝাপ সৃষ্টি হয়েছে। জানা যায়, থানা সদর ধুরুং রাঙ্গামাটিয়া দুটি ইউনিয়নের এলাকা ভোটারদের নিয়ে ফটিকছড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমানে পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করতেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিস। তিনি জানান, সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। পৌরসভার নির্বাচন ঘোষণার পর এলাকায় সম্ভাব্য মেয়র কমিশনার প্রার্থীদের মধ্যে বিভিন্ন কল্পনা জল্পনা শুরুর পাশাপাশি তারা বিভিন্ন এলাকায় গণ সংযোগ মতবিনিময় চালিয়ে যাচ্ছে। মেয়র সম্ভাব্য প্রার্থীর মধ্যে এড: লিয়াকত আলী চৌধুরী, এড: সালামত উল্লাহ শাহীন চৌধুরী, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, চেয়ারম্যান ফরিদুল আলম, সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ ইসমাইল হোসেন, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দিন চৌধুরী, সাংবাদিক বিশ্বজিত রাহা মোহাম্মদ আনোয়ার চৌধুরী প্রমুখ এবং সম্ভাব্য কমিশনার প্রার্থীর মধ্যে ব্যবসায়ী ইখতেয়ার উদ্দিন লাভলু, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, ব্যবসায়ী এস. এম. সোলেয়মান, †g¤^vi বেলাল উদ্দিন, হাজী আবুল কাশেম, মো: শাহজাহান, ‡g¤^vi শামসুল আলম, মো: মোবারক, মো: ইলিয়াছ (মনা), মো: হোসেন, মো: শামীম আলমগীর রুবেল, মো: শাহআলম, আলহাজ মো: নাজিম উদ্দিন, †g¤^vi নুরুল আলম, কাজী রহিম, মওলানা হোসেন, ¯^cb কুমার ধর, আমান উল্লাহ চৌধুরী পরিতোষ কান্তি পাল প্রমুখ সম্ভাব্য প্রার্থী হচ্ছে বলে এলাকায় তোলপাড় চলছে। বর্তমানে উক্ত সম্ভাব্য প্রার্থীরা নিজেদের সমর্থক আদায়ের লক্ষ্যে বিভিন্ন সামাজিক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে মতবিনিময় শুরু করছে এবং প্রার্থী নির্বাচিত হওয়ার জন্য বিভিন্ন জনের প্রতি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। তাদের দৌড়ঁঝাপে এলাকায় নির্বাচনী হাওয়া শুরু হয়েছে। কে হচ্ছেন মেয়র কমিশনার? এই নিয়ে ভোটারদের মধ্যে বিভিন্ন জল্পনা শুরুর পাশাপাশি ভোটারদের কদর বেড়েছে। গ্রামে গঞ্জের হাট বাজার দোকান পাটে ভোটারদের নিয়ে চা চক্রে ব্যাস্ত সম্ভাব্য প্রার্থীরা।

0 comments:

Post a Comment