আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

ফটিকছড়িতে সংঘর্ষে ১ নিহত ১ আহত:

ফটিকছড়ি উপজেলাধীন কাজিরখীল গ্রামে বাড়ীর সিমানা নিয়ে বাধা আপত্তিতে চাচা বাতিজা দুই পক্ষের এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিহত গুরুত্বর আহত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে এগার ঘটিকার সময়ে ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। হাসপাতাল সূত্রে জানান, নিহত ব্যক্তির নাম আবুল বশর (৪৫) পিতা-মৃত ফজল করিম, সাং- কাজিরখীল(ইউ.পি সুন্দরপুর)থানা - ফটিকছড়ি, জেলা- চট্টগ্রাম এবং গুরুতর আহত অপর ব্যক্তি আনোয়ার পাশা(৪০) কে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবাপ্যারে ফটিকছড়ি থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানালেও কেউ গ্রেফতার হয়নি। এদিকে গতকাল কাজিরহাট সড়কে দূর্ঘনায় ব্যক্তি নিহত হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। অপর দিকে গতকাল ভুজপুর থানা পুলিশ কাজিরহাট বাজারে গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় তৈরী ৮০ বোতল পেনসিডিল উদ্বারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোং ইউছুপ, পিতা- মৃত মন্টু মিয়া, সাং- সোনাই নগর, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী। এব্যাপারে মাদক দ্রব্য পাচার আইনে ভুজপুর থানায় মামলা হয়েছে, যাহা মামলা নং - ০১,তাং- ০৫/০৬/২০১০ইং এছাড়া গত ২৫ই মে ২০১০ ইং দৌলতপুর গ্রামে এক নব বধু আরজু মনি (১৯) কে উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে ফটিকছড়ি থানা পুলিশ। স্থানীয় পুলিশের ধারনা নিহতের ¯^vgx আবুল বশর গত মাস পূর্বে ১ম স্ত্রীর অনুমতি ব্যতীত আরজুকে ২য় বিবাহ করায় স্ত্রী তার সন্তানেরা হত্যার পর ঘরের ভিতরের সিলিং প্যানের সাথে উড়না পেছিয়ে ফাসিতে জুলিয়ে রেখে ছিল। এবাপ্যারে এস.আই মাসুদ আলম জানান থানায় একটি ইউ.ডি মামলা হয়েছে। কিন্তু কেউ গ্রেফতার হয়নি।

0 comments:

Post a Comment