
ফটিকছড়ির বিবিরহাট বাজারের এক কাপড় ব্যবসায়ীকে বিবিরহাট বাস ষ্টেশন থেকে কে বা কারা গত বৃহস্পতিবার রাতে অপহরণ করে নিয়ে যায়। ৩ দিনের মধ্যে আজ শনিবার রাত আনুমানিক ১০ ঘটিকার সময় ফটিকছড়ি থানা পুলিশদল থানার থেকে দেড় কিলোমিটার দূরত্বে চেংঙ্গা নামক এলাকার ১টি পরিত্যাক্ত পাকা ঘরের ভিতরে হাত পা বাধা অবস্থায় গলাই জবে রক্তাক্ত মৃত অবস্থায় নিহত ব্যবসায়ী হোসেন মোহাম্মদ রফিক(৩৫) এর লাশ গতকাল শনিবার রাত ১০ ঘটিকার সময় উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই সময় হাজার হাজার দর্শক তাকে দেখার জন্য থানায় ভিড় জন্মায়। এই সময় এলাকায় ও থানায় এক শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে কে বা কারা তাকে ডেকে নিয়ে বিবিরহাট বাস ষ্টেশন থেকে তাকে অপহরণের পর হত্যা করেছে বলে স্থানীয়রা ও পুলিশ জানান। এ ব্যাপারে থানায় অপহরণ অতপর হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত পরিবার সূত্রে জানান তার শ্বশুর বাড়ীর পক্ষে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে। নিহতের পরিবার আরও জানান দীর্ঘ দিন ধরে তার স্ত্রীর সাথে বিরোধ চলছে। পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত অভিযান অব্যাহত রয়েছে বলে থানার ও.সি, মোং-মফিজ উদ্দীন ও সার্কেল সহকারী পুলিশ সুপার বাবুল আক্তার জানান। নিহত ব্যবসায়ী থানাধীন পাইন্দং গ্রামের মল্লার বাড়ীর মৃত আলী আহম্মদের পুত্র বলে জানা যায়। এদিকে গত সোমবার রাতে ফটিকছড়ি বিবিরহাট বাজারের চারটি দোকান চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়। লিয়াকতের তৈলের দোকান, খাজা ষ্টোর, লাকী ষ্টোর ও হাডওয়াডের দোকান সহ তারা জানান নগদ টাকা ও মূল্যবান মালামাল সহ ২ লাখ টাকার সম্পদ চুরের দল নিয়ে গেছে। এব্যাপারে পুলিশ তদন্ত অভিযান চলছে বলে জানান।
0 comments:
Post a Comment