আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

ভুজপুরে ভারতীয় শাড়ী ভর্তি ট্রাক আটক ২ গ্রেফতার

গতকাল বুধবার ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভুজপুর থানার ও,সি মো: ইসমাঈল সঙ্গীয় পুলিশদল ভারত থেকে চোরাই পথে আসা শাড়ী ভর্তি ট্রাক কাজিরহাট বাজার এলাকা থেকে আটক করেপুলিশ জানান, আটককৃত বার শত পিছ শাড়ী জব্দ ও ট্রাক নং- ঢাকা মেট্রো- ড- ১১-২১৬০ আটক এবং চালক আবু হানিফ প্রকাশ জাহাঙ্গীর (৩৫) কে গ্রেফতার করেছেএ ব্যাপারে ভুজপুর থানায় মামলা হয়েছেযাহা মামলা নং - ০৬, তাং ২৩/৬/১০ ইংজব্দকৃত শাড়ী গুলোর মূল্য আনুমানিক ১০ লাখ টাকা এবং এই সব অবৈধ শাড়ী কাপড় গুলোর মালিক মিরশ্বরাই থানা করেরহাট ইউনিয়নের সাবেক †g¤^vi মাঈনুদ্দিন বলে পুলিশ জানানগ্রেফতারকৃত চালক মিরশ্বরাই থানার করেরহাট জাইমারা গ্রামের জনৈক আবু মুছা মিয়ার পুত্র বলে জানা যায়এলাকাবাসীর অভিযোগে প্রকাশ,ভারতের সিমান্ত এলাকা রামগড় করেরহাট, হেয়াকো গহিরা সড়ক ও খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে ভারতের পাচারকৃত বিভিন্ন পন্য বিভিন্ন হাটবাজার ও শহরে প্রতি নিয়তই বিভিন্ন যানবাহন যোগে পাচার করা হচ্ছে

এদিকে গতকাল বুধবার বিকাল সাড়ে চার ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ও,সি মো:ইসমাঈল এর নির্দেশে এস.আই রেফায়েত চৌধুরী ও সঙ্গীয় পুলিশদল ফেনী ফুলগাজী এলাকা থেকে অস্ত্র মামলার দশ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী রমজান আলী (৪৫),পিতা- হাছি মিয়া, সাং- ধুলিয়াছড়ি,(দাতমারা),থানা-ভুজপুর,জেলা-চট্টগ্রাম কে গ্রেফতার করেছেঅপর দিকে গত ১৪ জুন ভুজপুরে গৃতকর্তী বেলা খাতুন (৩২) ও হাফানীয়া গ্রামের হত্যাকান্ডের ঘটনা সম্পর্কে গ্রেফতারকৃত আন্তজেলা ডাকাত দলের সদস্য ও হত্যা ও ডাকাতী মামলার প্রধান আসামী রোপম বড়ুয়া(৩৫) পশ্চিম কৈয়া এবং দাড়ী সেলিম (৪০) সিংহরিয়া উভয়ের থানা ভুজপুর, জেলা- চট্টগ্রাম, গতকাল বিঞ্জ আদালতে ১৬৪ ধারা জবাববন্দিতে ডাকাতি ও হত্যাকান্ডের ঘটনা ¯^xKvi করেছেপুলিশ জানায়, অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে

0 comments:

Post a Comment