আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

ফটিকছড়িতে ব্যবসায়ী রফিকের খুনিদের গ্রেফতারে প্রতিবাদ মিছিল সমাবেশ ও দাফনের কাজ সস্পন্ন, ২ গ্রেফতার

গতকাল ফটিকছড়ির বিবিরহাট বাজারের ব্যবসায়ী হোসেন রফিক(৩৫) অপহরনের চার দিন পর গতকাল শনিবার রাত ১০ ঘটিকার সময় থানাধীন চেংঙ্গার এলাকার জনৈক ভুটটুর পরিত্যাক্ত সেমিপাকা ঘরের ভিতর থেকে হাত পা বাধা গলা জবাই রক্তাক্ত অবস্থায় ফটিকছড়ি থানা পুলিশদল লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেননিহত রফিকের বোন আফছারা বেগম বাদী হয়ে থানায় গত ১৯জুন মামলা দায়ের করেনযা মামলা নং ১১(৬)১০ইংমামলার দুই আসামী হাত কাটা বাবুল(৩০) পাইন্দং ও নিহতের শ্বাশুড়ী বিলকিস আক্তার (৪৫) কে পুলিশ গ্রেফতার করে তাদের ¯^xKv‡ivw³‡Z রফিকের লাশ উদ্ধার করেছে, নিহত রফিকের স্ত্রী রিনা আক্তার (২২) সহ অন্যান্য আসামীরা পলাতক বলে পুলিশ জানানএদিকে গতকাল সকালে ১০ ঘটিকার সময় ফটিকছড়ি বিবিরহাট বণিক কল্যাণ সমিতির উদ্দেগে ব্যবসায়ী ও এলাকাবাসী আসল খুনিদের গ্রেফতারের দাবীতে থানা সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল প্রতিবাদ ও বিবিরহাট বাস ষ্টেশন চত্বরে সমাবেশ করেসমাবেশে বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে ব্যবসায়ী রফিকের অপহরনকারী ও খুনিদের গ্রেফতারের দাবী জানানঅন্যতায় বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে হুশিয়ারী উচ্ছারণ করেননিহতের রফিকের পরিবার সূত্রে জানান, নিহত রফিকের সাথে তার স্ত্রী ও শ্বশুর বাড়ীর লোকজনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ মামলা মোকদ্দমা চলছেতার স্ত্রী ভাড়াটিয়া সন্ত্রাসী খুনিদের দিয়ে ¯^vgx রফিকের হত্যাকান্ড ঘটিয়েছে বলে নিহতের মা হালিমা বেগম ও বাদী নিহতের বোন আবছারা সহ স্থানীয়রা জানানগতকাল বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় ফটিকছড়ি কলেজ মাঠে নিহত রফিকের প্রথম নামাজের জানাজা অনুষ্টিত হয়নামাজের পূর্বাহ্নে সংক্ষিপ্ত শোক বক্তব্যে ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বি.এন.পির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহ্‌ উদ্দীন কাদের চৌধুরী, আওয়ামী কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দীন চৌধুরী, নিহতের আত্বীয় অধ্যক্ষ সেলিম উদ্দীন ও মাহাবুবুল আলম পুলিশের ১৭ তারিখ জিডি অভিযোগের গাফিলতির কারণে আজ জীবিত উদ্ধারের বদলে ব্যবসায়ী রফিকের লাশ উদ্ধার করা হয়েছেতারা আরও বলেছেন যে দলের হোক না কেন অনতিবিলম্বে খুনিদের গ্রেফতারের জন্য নির্ভয়ে পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশ দেওয়া গেলঅতপর নিহতের নিজ গ্রামের বাড়ী পাইন্দং গ্রামে দ্বিতীয় নামাজে জানাজার শেষে নিজ পারিবারিক গোরস্থানে দাফনের কাজ সম্পূর্ন হয়েছেপৃথক অনুষ্টিত নামাজের জানাজায় অংশগ্রহনকারী মুসল্লীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান

0 comments:

Post a Comment