আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

ফটিকছড়িতে ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

গত ৪/৫ দিন ভারী বর্ষণে উপজেলা ফটিকছড়ির বিশটি ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছেজানা যায়,ধুরুং,সুন্দরপুর,ভুজপুর,হারুয়ালছড়ি, নারায়ণহাট,দৌলতপুর,জাফতনগর,আবদুল্লহপুর ও লেলাং সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে ডুবে বীজতলা ও ফসলাদি ব্যাপক ক্ষতি হয়েছেএছাড়া গহিরা হেয়াকো সড়ক,রামগড় সেকশন-১ সড়ক, আলী আকবর রোড় সহ সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেএলাকাবাসীর অভিযোগ এল.জি.ই.ডি ফটিকছড়ি তত্বাধানে নির্মিত উক্ত সড়ক গুলোতে পাকা ব্রীক সলিন ও পিচ করা কাজে ব্যাপক অনিয়ম হয়েছেআরও ভারী বৃষ্টি হলে ধুরুং, হালদা,লেলাং সহ বিভিন্ন খালের উভয় পার্শ্বস্থ বাধ ভেঙ্গে ব্যাপক ঘর বাড়ি ও জানমালের ক্ষতির সম্ভবনা রয়েছে বলে সচেতন মহলের ধারণা

0 comments:

Post a Comment