আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

ফটিকছড়ির গৃহবধু দুই সন্তানের জননীকে হাটহাজারী থেকে অপহরন করেছে সন্ত্রাসীরা

চট্টগ্রামের হাটহাজারী থানাধীন এনায়েতপুর গ্রামের হরিচরণ মন্ডল বাড়ীর পরিমল কান্তি নাথ(৬০) এর বড় মেয়ে অঞ্জনা দেবী (৩৫) দুই সন্তানের জননীকে অপহরণ করেছে সন্ত্রাসীরাপ্রবাসী ¯^vgx রতন কান্তি নাথ (৪৫),পিতা- কৃষ্ণ মোহন নাথ, সাং- উত্তর রাঙ্গামাটিয়া(নিকিল ডাক্তারের বাড়ী) থানা- ফটিকছড়ি, জেলা- চট্টগ্রাম বাদী হয়ে হাটহাজারী থানায় গতকাল সোমবার মামলা দায়ের করেছেমামলার অভিযোগে প্রকাশ, জনৈক সুজন কান্তি নাথ(২৮) তার অপর দুই সঙ্গীয়সহ সন্ত্রাসীরা গত ১৬/০৫/২০১০ ইং তারিখে উক্ত জননী নিজ বাপের বাড়ী থেকে শুশুর বাড়ী ফটিকছড়িতে আসার পথে হাটহাজারী থানাধীন এনায়েতপুর চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের এলাকা থেকে পূর্বে থেকে উপেতে থাকা সুজন গং উক্ত গৃহ বধুকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গেছে বলে বাদীর অভিযোগঅভিযোগে আরও প্রকাশ প্রবাসী ¯^vgxi ঘরে ও ব্যাংকে থাকা ৩ লাখ টাকা ও ১৯ ভরি সর্ণাঅলাংকারসহ বাদীর স্ত্রী অঞ্জনাকে সুকৌশলে অপহরণ করে নিয়ে গেছেএব্যাপারে সুজন কান্তি নাথ(২৮) সহ তিন জনকে সুনির্দিষ্ট আসামী করে হাটহাজারী থানায় মামলা দায়ের করেছেউল্লেখ্য যে, অঞ্জনা পিতা- পরিমল নাথ (৬০) গত ০২/০৬/২০১০ ইং তারিখে হাটহাজারী থানার অভিযোগ নং - ০৩৩৪ সুত্রমতে উক্ত সুজন কান্তি নাথ (২৮) সহ অজ্ঞত নামা ২/৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলপ্রবাসী ¯^vgx উপরোক্ত বিষয়ে পারিবারিক ও সামাজিক ভাবে ঘটনা সম্পর্কে সমাজের সর্দ্দার মৃদুল কান্তি নাথসহ গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে বৈঠক বসিলে সর্দ্দার মৃদুল কান্তি নাথ ও অনান্য বাড়ীর মুরুব্বীরা ঘটনাটি প্রেম ঘটিত বিষয় বলে মন্তব্য করেনবাদী ও AvZ¡xq¯^Rb বিভিন্ন জায়গায় খোজখবর নিয়ে কোন সন্ধান না পাওয়ায় গতকাল রতন কান্তি নাথ বাদী হয়ে এই মামলা দায়ের করেছেএ ঘটনায় এলাকায় এক চাঞ্চল্য সৃস্টি হয়েছেবাদী আরও জানান, বর্তমানে তার স্ত্রীকে অঞ্জাত স্থানে আটক রেখে সুজন গং মোবাইল ফোনে তাকে জীবন নাশের হুমকি এবং কোন মামলা মোকর্দ্দমা করলে তার শিশু সন্তান দুই জনকে অপহরণ করে নিয়ে মারিয়া ফেলিবেবর্তমানে বাদী জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানানমামলার তদন্তকারী কর্মকর্তা হাটহাজারী থানার এস.আই মোঃ ফরিদ উদ্দীন জানান, অপহৃত বা প্রেমিকা অঞ্জনাকে উদ্ধারসহ প্রেমিক সুজন ও তার সঙ্গীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছেতিনি (এস.আই ফরিদ) আরও জানান অপহরণ নয় বরং প্রেম ঘটিত ঘটনা বলে ধারণা করা হচ্ছেতাদেরকে উদ্ধার ও গ্রেফতার করা হলে আসল রহস্য বের হয়ে আসবে

0 comments:

Post a Comment