
ফটিকছড়ির বিবিরহাট বাজারের ব্যবসায়ী হোসেন রফিক (৩৫) এর প্রধান আসামী শীর্ষ সন্ত্রাসী শিয়াকত বাহিনীর প্রধান শিয়াকতকে গতকাল সোমবার ভোর সকালে ফটিকছড়ি থানা পুলিশ দল পাইন্দং এলাকায় অভিযান চালালে শিয়াকতের সহযোগী অন্যতম সদস্য শহিদুল আলম(২৩)কে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত শহিদুল আলমের ¯^xKv‡ivw³‡Z প্রধান শিয়াকত পালিয়ে যাওয়ার সময়ে পাইন্দং চমুরদিঘি এলাকার গাছ বাগানের ঝুপের ভিতরে রেখে যাওয়া পরিত্যাক্ত অবস্থায় পুলিশদল কালো ব্যাগ ভর্তি অস্ত্র দুনলা বন্দুক ১টি, এক নলা বন্দুক ২টি ও তাজা বন্দুকের গুলি ৫টি উদ্ধার করেছে বলে পুলিশ জানান। হাটহাজারী সার্কেল সহকারী পুলিশ সুপার বাবুল আক্তারের নির্দেশে ও.সি. মফিজ উদ্দীনের পরামর্শে দারোগা হাবিবুর রহমান এই অভিযানে নেতৃত্ব দেন বলে থানা সূত্রে জানান। ও.সি.মফিজ জানান, ব্যবসায়ী রফিক হত্যা মামলার এই যাবত ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামী নিহতের স্ত্রী রিনা আক্তার ও শীর্ষ সন্ত্রাসী শিয়াকতকে গ্রেফতার করা হলে এই হত্যা মামলায় আর কেউ জড়িত আছে কিনা নিশ্চিত বলা যাবে। তবে আমাদের পুলিশি অভিযান অব্যাহত আছে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, প্রেমিকা রিনা আক্তারের জনৈক প্রেমিক পুলিশের অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে রয়েছে এবং তার নির্দেশে রিনা আক্তার এক সন্তানের জননী নিজ ¯^vgx ব্যবসায়ী রফিককে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে প্রেমের টানে এই হত্যাকান্ড ঘটনা ঘটিয়েছে। গ্রেফতারকৃত শহিদুল আলম(২৩) থানাধীন পূর্ব হাইদচকিয়া গ্রামের খালাছির বাড়ীর জনৈক আবদুল মোনাফের পুত্র বলে জানা যায়। থানা পুলিশ আরও জানান, গ্রেফতারকৃত ছয় আসামীর মধ্যে হাত কাটা বাবুল (৩৫),মামুন (২৮),মানিক(২৩) ও নাছির (৩০), বিঞ্জ-আদালতে ১৬৪ ধারায় জনাববন্দি ¯^xKv‡ivw³‡Z উল্লেখিত আসামীরা ব্যবসায়ী রফিকের হত্যা কান্ডের ঘটনা ঘটিয়েছে।
0 comments:
Post a Comment