আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

নাজিরহাট- কাজিরহাট- রামগড় সেকশন-১, কোটি টাকার নব নির্মিত সড়ক শুভ উদ্বোধনের আগেই বৃষ্টির পানিতে ভেসে গেছে যোগাযোগ বিচ্ছিন্ন ও কাজে অনিয়মের অভিযোগ।

ঊাংলাদেশ পূর্বাঞ্চলীয় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রজেক্টের আওতাধীন জাপান সরকারের সহযোগিতায় জেবিআইসি (জিকা) বরাদ্দকৃত স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ফটিকছড়ি তত্বাবধানে নাজিরহাট কাজিরহাট রামগড় সেকশন- , সড়ক নির্মাণে ,২৯,০৯,৬২১,৩৮ টাকার ব্যয়ে কাজে অনিয়মের কারণে সম্প্রতি / দিনের ভারি বর্ষণে ফটিকছড়ি খালের নতুন ব্রীজের উভয় পার্শ্বে ধসে ভেঙ্গে যায় এবং ব্রীজের দক্ষিণাশ ১৫/২০ মিটার সড়ক পানির স্রোতে ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ উক্ত সড়কের ১২+৭০০ কিঃ.মিঃ ১৬+০১০ কিঃমিঃ নির্মিত কাজ সিডিউল মোতাবেক না করার কারণে শুভ উদ্বোধনের আগে সড়ক ভেঙ্গে যাচ্ছে। উক্ত নির্মাণ কাজে ঠিকাদার মেসার্স মিমি এন্ড মুমু, সি/২১ মেঘনা আর/ দাড়িয়া পাড়া সিলেট এবং ঠিকাদার প্রতিনিধি গিয়াস উদ্দীন নিযোক্ত রয়েছে। এছাড়া কাজিরহাট জি,সি, গাড়ীটানা বাজার বাইয়া আছিয়া চা বাগান রোড় সি এমঃ০+০০০-+০০০ কিঃমিঃ কাজে ৭৯,৫৬,০৪৭,১৪ টাকার ব্যয়ে নির্মিত সড়কের কাজেও অনিয়মের অভিযোগ এলাকাবাসীর। উক্ত সড়কের কৈয়া ছড়া চা বাগানের পার্শ্বস্ত হালদা খালের রাবার ড্যাম নির্মানের কাজ দ্রুত চলছে কিন্তু / ভারি বর্ষন হলে ব্যাপকপক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে। উপরোক্ত বিষয়ে সংশ্লিষ্ট উর্ধত্বন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

0 comments:

Post a Comment