আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

ভুজপুরে দুই লাখ টাকার কাচাঁ রাবার ভর্তি ট্রাক আটক ও বৈধ কাগজপত্র ব্যতিত একটি মহল ছেড়ে নিতে তৎপর

ভুজপুরে দুই লাখ টাকার কাচাঁ রাবার ভর্তি ট্রাক আটক

বৈধ কাগজপত্র ব্যতিত একটি মহল ছেড়ে নিতে ৎপর

চট্টগ্রামের ভুজপুর থানা পুলিশ হাটহাজারী থানা পুলিশের সহায়তায় পাচারকালে কাচাঁ রাবার ভর্তি ট্রাক নং- - ১১-০৩৭৪ আটক করেছে। গত ২৪ দিন অতিবাহিত হবার পরও এখনো কোন দাবিদার বৈধ কাগজপত্র দেখাতে পারিনি বলে ভুজপুর থানার ,সি, মোহাম্মদ ইসমাইল জানান। পুলিশ আটককৃত রাবার গুলো আনোমানিক মূল্য দুই লাখ টাকা পুলিশ স্থানীয়রা জানান দাতঁমারা রাবার বাগান থেকে জনৈক আক্কাস আলী ভুট্টু বাগানের শ্রমিকের সভাপতি কতিপয় বাগান কর্তৃপক্ষের গোপন যোগসাজসে উক্ত ট্রাক কাচাঁ রাবার গুলো অন্যত্র পাচারকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আটক করেছে বলে পুলিশ জানান। এবাপারে থানায় মামলা হয়েছে। ইতিপূর্বে আরও কয়েক দফা উক্ত বাগানের চোরাইকৃত রাবার আটক করেছে বলে পুলিশ জানান। উক্ত ভুটটু ক্ষমতাসীন দলের সদস্য হয়ে আটককৃত রাবার ভর্তি ট্রাকটি ছেড়ে নিতে বিভিন্ন উপায়ে চেষ্টা চালাচ্ছে বলে স্থানীয়রা জানান। পুলিশ জানান উক্ত আটককৃত ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে।

উপজেলা ফটিকছড়ি নির্বাহী কর্মকর্তা গাউসুল আজম বলেছেন ফটিকছড়ির ২০ ইউনিয়নের বিভিন্ন খাল থেকে ৪টি স্থান ছাড়া অনান্য এলাকার বালি পাচার, বিভিন্ন বন বিটের বন সম্পদ রক্ষা, বিবিরহাট বাস ষ্টেশনে যাত্রী চাউনি নির্মাণ বিভিন্ন এলাকার সরকারি খাজ জমি জমা রক্ষার্তে বিশ ইউ,পির চেয়ারম্যান জনপ্রতিনিধিদের প্রতি উদাক্ত আহবান জানান। উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে গত ৩১ মে ২০১০ ইং উপজেলা ফটিকছড়ি মিলনায়তন কক্ষে আইন শৃংখলা মাসিক mgš^q সভায় তিনি উক্ত কথা গুলো বলেছেন। সময় বিশ ইউনিয়নের চেয়ারম্যান, প্রতিনিধি,উপজেলা ভাইস চেয়ারম্যন মহিলা ভাইস চেয়ারম্যান, ফটিকছড়ি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারি স্থানীয় সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন। এল.জি..ডি এর তত্ব্যবধানে বিভিন্ন প্রকল্পের কাজে অনিয়ম মান সম্পন্য না হওয়ায় জনপ্রতিনিধি অভিযোগ উথাপন করলে থানা প্রকৌশলী বিশ্বজি দত্ত তেমন কোন সন্তোষজনক জবাব দিতে পারিনি বলে কয়েকজন চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান এই প্রতিনিধিকে জানান। এদিকে গত কয়েক দিনের বৃষ্টিপাতে থানাধীন বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ব্যাপক ধান ফসলাধি ক্ষতি হয়েছে। এছাড়া নাজিরহাট কাজিরহাট রামগড় সেকশন-, নব নির্মিত কোটি ১০ লাখ টাকার ব্যায়ে সড়ক শুভ উদ্বোধনের আগেই উক্ত সড়কের বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিপাতে ধসেও ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ উক্ত সড়কের কাজে অনিয়মের কারণে প্রবল বর্ষার আগে এই ঘটনা ঘটেছে।

0 comments:

Post a Comment