
আগামীকাল শীর্ষ সন্ত্রাসী শেয়াকত বাহিনীর প্রধান শেয়াকতের বিভিন্ন অপকর্মের পূর্ণাঙ্গ চিত্র প্রকাশিত হবে।
আগামীকাল শীর্ষ সন্ত্রাসী শেয়াকত বাহিনীর প্রধান শেয়াকতের বিভিন্ন অপকর্মের পূর্ণাঙ্গ চিত্র প্রকাশিত হবে।
ফটিকছড়ি বিবিরহাট বাজারে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে ¯^cb জুয়েলার্স, জে.এল এন্টারপ্রাইজ ও রহমতিয়া ফিড সেন্টার তিনটি দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মালিক ¯^cb কুমার ধর বাদী হয়ে থানায় মামলা করেছে। যাহা ফটিকছড়ি থানা মামলা নং- ০৩, তাং-০৭/০৭/২০১০ইং। মামলা বিবরণে প্রকাশ, চোরের দল জুয়েলার্সের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে বিভিন্ন রকমের তৈরি ¯^Y© ত্রিশ ভরি ও নগদ ৮০,০০০/= টাকাসহ সর্ব মোট ১০,২৫,০০০/= টাকার সম্পদ চোরের দল নিয়ে গেছে। জে,এল এন্টার প্রাইজ থেকে ১৫০০/= টাকা এবং রহমতিয়া ফিড সেন্টার থেকে ২৫০০/= টাকা একই নিয়মে চোরের দল নিয়ে গেছে বলে মালিকরা জানান। উল্লেখ্য যে, গত ১ সপ্তাহে ১২ টি দোকান চুরির ঘটনা ঘটেছে এবং থানায় জাহেদুল ইসলাম চৌধুরী পারভেস বাদী হয়ে জি.ডি মামলা করেছিল। কিন্তু পুলিশ উক্ত ১২ টি দোকানের চুরির ঘটনায় এই যাবৎ কাউকে গ্রেফতার করেনি। গতকাল বুধবার সকালে ফটিকছড়ি জুয়েলার্স সমিতির উদ্দ্যেগে মিছিল সমাবেশ ও এক ¯^viKwjwc উপজেলা মূখ্য কর্মকর্তা এবং ও.সি. ফটিকছড়ি থানা বরাবরে মিছিল সহকারে পেশ করেছে। উক্ত ¯^viKwjwc‡Z আগামী তিন দিনের মধ্যে চোরদের কাউকে পুলিশ গ্রেফতার এবং চুরিকৃত মালামাল উদ্ধার করা না হলে বৃহত্তর কর্মসূচীর হুশিয়ারী উচ্চারণ করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই হাবিবুর রহমান Rvbvb,¯^‡Y©i দোকান চুরির ঘটনার সন্দেহে ৫ জনকে আটক করেছে এবং তাদেরকে ব্যাপক জিঞ্জাসাবাদ চালাচ্ছে। তিনি আরো জানান, আটককৃতরা হলো অলি মিয়া (৫০) বাজারের নৈশ প্রহরী, আব্দুল মালেক (৩৫) নৈশ প্রহরী, মো:হোসেন (৪০) নৈশ প্রহরী, তৈয়ব (৪৫) ডাচ বাংলা ব্যাংকের দারোয়ন নৈশ প্রহরী এবং শাহাজান (৪০), ডাচ বাংলা ব্যাংকের নৈশ প্রহরী। এদিকে বিবিরহাট বাজার বণিক সমিতি ও ফটিকছড়ি জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দরা জানান, থানার সামনে বিবিরহাট বাজারে একের পর এক চুরির ঘটনায় ব্যবসায়ী মহল হতাশায় উদ্বিগ্ন। তারা দু:খ প্রকাশ করে জানান, বাজারে স্থায়ীভাবে নৈশ প্রহরী ও থানা টহল পুলিশ থাকা সত্বেও এই ধরণের চুরির ঘটনা ঘটচ্ছে। এছাড়া বিভিন্ন প্রত্যান্ত এলাকায় চুরি,ডাকাতি,খুন হত্যাসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধিতে এলাকাবাসী শংকিত হয়ে পড়েছে বলে নেতৃবৃন্দরা জানান।
ফটিকছড়ির লেলাং ইউপির শাহানগর গ্রামের দারোগার বাড়ীতে শাশুড়ী ও ¯^vgx পিটিয়ে হত্যা করেছে এক সন্তানের জননী এবং ৫ মাসের অন্তসত্ত্বা গৃহবধূ ফাতেমা বেগম (৩০) কে। স্থানীয় জানা যায় গত শনিবার রাতে শাশুড়ীর সাথে উক্ত গৃহবধুর ঝগড়া বিবাদ হয়। অত:পর রাত ১২টার দিকে ¯^vgx আনোয়ার পাশা (৪৫) মধ্যপান অবস্থায় ঘরে আসলে তাদের ঝগড়া বিবাদ শুনে স্ত্রী ফাতেমা কে বেদম প্রহার করে। এতে স্ত্রী ফাতেমা বেহুস হয়ে পড়লে ¯^vgx ও শাশুড়ী তার মূখে বিষ ডেলে দেয়। আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা দেন। নিহত ফাতেমা আনোয়ার পাশার ২য় স্ত্রী বলে জানা যায়। নিহতের ৮ বছরের এক শিশু কন্যা রয়েছে এবং নিহত ফাতেম ৫ মাসের অন্তসত্ত্বা বলে জানা যায়। উল্লেখ্য যে, আনোয়ারের ১ম স্ত্রীকেও মারধর করে হত্যা করেছে বলে স্থানীয়রা জানান। গত ৬ মাস পূর্বে ¯^vgx আনোয়ার পাশা মধ্যপ্রাচ্য থেকে ¯^‡`‡k আসে। স্থানীয়রা আরও জানান উক্ত আনোয়ার প্রতি রাতে মধ্যপান করে থাকে। এব্যাপারে নিহতের পিতা তফজ্জল হোসেন মুক্তিযোদ্ধা বাদী হয়ে গতকাল ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেছে। বাদী আরও জানান তার মেয়ে ফাতেমার শাশুড়ী সাকুনী বেগম,ইয়াছমিন,নাছিম ও ¯^vgx আনোয়ার পাশা এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। পুলিশ জানায়, শাশুড়ী ও ¯^vgxmn আসামীরা পলাতক রয়েছে। অচিরেই গ্রেফতার হবে বলে থানার ও.সি. মফিজ উদ্দীন জানান।