
ফটিকছড়ির খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কসহ বিভিন্ন সড়কের উভয় পার্শ্বে সড়ক ও জনপদ বিভাগের জায়গা ভুমি দস্যূরা দখল করে দোকান পাট ও পাকা ঘর নির্মাণ করে যাচ্ছে। পাশাপাশি উপজেলা ফটিকছড়ির উপ-বিভাগীয় সওজ কার্যালয়ের কতিপয় কর্মকর্তা কর্মচারীরা রহস্য জনক নীরব ভুমিকা পালন করছে বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসী জানান, গত তত্বাবধায়ক সরকারের আমলে উল্লেখিত সড়কের উভয় পার্শ্বে অবৈধ দখলদার দোকানপাট ও কাচাঁ-পাকা ঘর বাড়ি উচ্ছেদ করে দিয়েছিল। বর্তমানে আবারো সওজ বিভাগের উক্ত জায়গা গুলো কতিপয় ভুমি দস্যূরা পুনরায় দখলের জন্য দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। উপজেলা ফটিকছড়ি সওজ উপ-বিভাগ কার্যালয়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ও এলাকাবাসী জানান, এস.ডি.ও. ¯^-cwiev‡i ফটিকছড়িতে উপস্থিত থাকার কথা থাকলেও তারা ¯^-cwiev‡i চট্টগ্রাম শহরে অবস্থান করে উক্ত এস.ডি.ও হাটহাজারী,রাউজান ও ফটিকছড়ির সওজ বিভাগের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে তদারকি করে থাকে। এলাবাসীর অভিযোগে আরো প্রকাশ তাদের নিয়মিত তদারকির গাফিলতির দরুন বিভিন্ন প্রকল্পের কাজ অনিয়ম ও দূনীর্তি চলছে। দেখার যেন কেউ নেয়।
0 comments:
Post a Comment