আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

ফটিকছড়ি সওজ বিভাগের জায়গা বেদখলে যাচ্ছে ও কৃর্তপক্ষ রহস্যজনক নীরব


ফটিকছড়ির খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কসহ বিভিন্ন সড়কের উভয় পার্শ্বে সড়ক জনপদ বিভাগের জায়গা ভুমি দস্যূরা দখল করে দোকান পাট পাকা ঘর নির্মাণ করে যাচ্ছে। পাশাপাশি উপজেলা ফটিকছড়ির উপ-বিভাগীয় সওজ কার্যালয়ের কতিপয় কর্মকর্তা কর্মচারীরা রহস্য জনক নীরব ভুমিকা পালন করছে বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসী জানান, গত তত্বাবধায়ক সরকারের আমলে উল্লেখিত সড়কের উভয় পার্শ্বে অবৈধ দখলদার দোকানপাট কাচাঁ-পাকা ঘর বাড়ি উচ্ছেদ করে দিয়েছিল। বর্তমানে আবারো সওজ বিভাগের উক্ত জায়গা গুলো কতিপয় ভুমি দস্যূরা পুনরায় দখলের জন্য দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। উপজেলা ফটিকছড়ি সওজ উপ-বিভাগ কার্যালয়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এলাকাবাসী জানান, এস.ডি.. ¯^-cwiev‡i ফটিকছড়িতে উপস্থিত থাকার কথা থাকলেও তারা ¯^-cwiev‡i চট্টগ্রাম শহরে অবস্থান করে উক্ত এস.ডি. হাটহাজারী,রাউজান ফটিকছড়ির সওজ বিভাগের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে তদারকি করে থাকে। এলাবাসীর অভিযোগে আরো প্রকাশ তাদের নিয়মিত তদারকির গাফিলতির দরুন বিভিন্ন প্রকল্পের কাজ অনিয়ম দূনীর্তি চলছে। দেখার যেন কেউ নেয়।

0 comments:

Post a Comment