আমরা ফটিকছড়ি উপজেলাকে পূর্ণাঙ্গভাবে ইন্টারনেটে তুলে ধরতে চাই । সবাইকে দিতে চাই নির্ভুল তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা । তথ্য হোক উম্মুক্ত, সবার এবং সহজলভ্য । এ লক্ষ্যেই আমরা শুরু করেছি পথচলা ।

ফটিকছড়িতে তথ্য প্রযুক্তি বিষয়ক কর্মশালার শুভ উদ্বোধন

গত ৬ই অক্টোবর ফটিকছড়ি করোনেশন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফটিকছড়ি সেন্ট্রাল স্টুডেন্ট এসোসিয়েশন এবং সেন্টার ফর গুড গভর্ননেন্স এর যৌথ উদ্যোগে তিন মাস ব্যাপী স্কুল ভিত্তিক তথ্য প্রযুক্তি বিষয়ক কর্মশালার শুভ উদ্বোধন স্কুলের প্রধান শিক্ষক জনাব রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সেন্টার ফর গুড গভর্ণনেন্স এর সচিব, বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ জনাব . তৌহিদ মুহাম্মদ ফয়সাল কামাল। আমন্ত্রিত অতিথি মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আল মমিন। এছাড়াও ফটিকছড়ি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধক .তৌহিদ মুহাম্মদ ফয়সাল কামাল বলেন, ডিজিটাল বাংলাদেশ রুপকল্প বাস্তবায়নের জন্য সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তি জ্ঞানের প্রসার ঘটাতে হবে। প্রত্যেককে ব্যক্তিগত ভাবে এইক্ষেত্রে অবদান রাখতে হবে। তথ্য প্রযুক্তির সুফল জনগন যাতে সহজেই পেতে পারে সে উদ্দেশ্যে আজকের কর্মশালার আমি সফলতা কামনা করছি। বিশেষ অতিথি জনাব. আল মমিন বলেন, তথ্য প্রযুক্তি বিশ্বে টিকিয়ে থাকার জন্য অপরিহার্য। তথ্য প্রযুক্তির জ্ঞানের প্রসার ঘটানোর মাধ্যমে বাংলাদেশ আরো অনেক বেশী ¯^wbf©i হতে পারবে। এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জনাব, শাহ কামাল, জনাব. ,কে, করিম, কুতুব উদ্দিন চৌধুরী, এন,এম, রহমত উল্লাহ, মোঃ রায়হান খান ঝুমন, মরজিনুর আকতার সানি, মোঃ বোরহান আহম্মদ। অনুষ্ঠান পরিচালনা করেন মজিবুল হক। উল্লেখ্য তিন মাস ব্যাপী কর্মশালা ফটিকছড়ির বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমিক ভাবে তথ্য প্রযুক্তির উপর প্রশিক্ষণ প্রদান করবে।

0 comments:

Post a Comment