
Pages

ফটিকছড়িতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০১০ উদযাপিত

ফটিকছড়িতে ব্যবসায়ী রফিক হত্যা মামলার অন্যতম আসামী গ্রেফতার ও অস্ত্র উদ্ধার

ফটিকছড়ির বিবিরহাট বাজারের ব্যবসায়ী হোসেন রফিক (৩৫) এর প্রধান আসামী শীর্ষ সন্ত্রাসী শিয়াকত বাহিনীর প্রধান শিয়াকতকে গতকাল সোমবার ভোর সকালে ফটিকছড়ি থানা পুলিশ দল পাইন্দং এলাকায় অভিযান চালালে শিয়াকতের সহযোগী অন্যতম সদস্য শহিদুল আলম(২৩)কে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত শহিদুল আলমের ¯^xKv‡ivw³‡Z প্রধান শিয়াকত পালিয়ে যাওয়ার সময়ে পাইন্দং চমুরদিঘি এলাকার গাছ বাগানের ঝুপের ভিতরে রেখে যাওয়া পরিত্যাক্ত অবস্থায় পুলিশদল কালো ব্যাগ ভর্তি অস্ত্র দুনলা বন্দুক ১টি, এক নলা বন্দুক ২টি ও তাজা বন্দুকের গুলি ৫টি উদ্ধার করেছে বলে পুলিশ জানান। হাটহাজারী সার্কেল সহকারী পুলিশ সুপার বাবুল আক্তারের নির্দেশে ও.সি. মফিজ উদ্দীনের পরামর্শে দারোগা হাবিবুর রহমান এই অভিযানে নেতৃত্ব দেন বলে থানা সূত্রে জানান। ও.সি.মফিজ জানান, ব্যবসায়ী রফিক হত্যা মামলার এই যাবত ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামী নিহতের স্ত্রী রিনা আক্তার ও শীর্ষ সন্ত্রাসী শিয়াকতকে গ্রেফতার করা হলে এই হত্যা মামলায় আর কেউ জড়িত আছে কিনা নিশ্চিত বলা যাবে। তবে আমাদের পুলিশি অভিযান অব্যাহত আছে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, প্রেমিকা রিনা আক্তারের জনৈক প্রেমিক পুলিশের অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে রয়েছে এবং তার নির্দেশে রিনা আক্তার এক সন্তানের জননী নিজ ¯^vgx ব্যবসায়ী রফিককে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে প্রেমের টানে এই হত্যাকান্ড ঘটনা ঘটিয়েছে। গ্রেফতারকৃত শহিদুল আলম(২৩) থানাধীন পূর্ব হাইদচকিয়া গ্রামের খালাছির বাড়ীর জনৈক আবদুল মোনাফের পুত্র বলে জানা যায়। থানা পুলিশ আরও জানান, গ্রেফতারকৃত ছয় আসামীর মধ্যে হাত কাটা বাবুল (৩৫),মামুন (২৮),মানিক(২৩) ও নাছির (৩০), বিঞ্জ-আদালতে ১৬৪ ধারায় জনাববন্দি ¯^xKv‡ivw³‡Z উল্লেখিত আসামীরা ব্যবসায়ী রফিকের হত্যা কান্ডের ঘটনা ঘটিয়েছে।
ফটিকছড়ি মুক্তিযোদ্ধা সংসদ ২০১০ইং নির্বাচনে বোরহান বদি প্যানেল নির্বাচিত
গত শনিবার সারাদিন ব্যাপী ফটিকছড়ি উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা ফটিকছড়ি মুক্তিযোদ্ধা সংসদ ২০১০ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্টিত হয়েছে। ফটিকছড়ি উপজেলা মূখ্য কর্মকর্তা ও রির্টানিং অফিসার মো:গাউসুল আজম জানান, ৮৫৮ মুক্তিযোদ্ধা ভোটারদের প্রত্যক্ষ ভোটে বোরহান বদি প্যানেল ৩৩৭ ভোটে নির্বাচিত হয় এবং নিকটতম প্রার্থী আহম্মদ ছাপা ভোট পেয়েছে ২৩৩। বেসরকারি ভাবে তিনি (নিমুক ও রির্টানিং অফিসার) উক্ত ফলাফল প্রার্থী ও মুক্তিযোদ্ধা সদস্য,গণ্যমান্য ব্যাক্তি ও সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিতিতে ঘোষণা করেছেন।
ফটিকছড়ি ঝংকার নাজিরহাট হাসপাতাল সড়কটি সংষ্করণ একান্ত প্রয়োজন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলধীন নাজিরহাট ঝংকার মোড় থেকে নাজিরহাট বাজারের প্রধান সড়ক উপজেলা ¯^v¯’¨ কমপ্রেকা্র হাসপাতাল গেইট পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কটির দীর্ঘ বছর ধরে মেরামত বা সংষ্করণের অভাবে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। উক্ত সড়কে জরুরী রোগী ও জন যাতায়াতের সিমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে । এদিকে নাজিরহাট পুরাতন বী্রজটি মেরামত করা একান্ত প্রয়োজন বলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী। উপরোক্ত বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ জরুরী কামনা করেন।
আগামীকাল ফটিকছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ২০১০ ইং কমান্ডার নির্বাচন অনুষ্ঠিত হবে
ফটিকছড়ি বিবিরহাট বাজারে ৭ টি দোকান চুরির ঘটনায় ব্যবসায়ী মহল হতাশায় উদ্বিগ্ন
ফটিকছড়ি থানার সামনে বিবিরহাট বাজারের ৭টি দোকান চুরির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্তরা জানান গত বুধবার দিবাগত গবীর রাতে ৭টি দোকানের থালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে আনুমানিক নগদ ২ র্লাখ টাকা নিয়ে গেছে। এব্যাপারে জাহেদুল ইসলাম চৌধূরী পারভেস বাদী হয়ে ফটিকছড়ি থানায় অভিযোগ দায়ের করেছে যাহা ফটিকছড়ি থানা অভিযোগ জি.ডি নং- ৯৬৩,তাং-২৪-৬-২০১০ইং। চুরিকৃত দোকান গুলো হচ্ছে মোসস আর এ টেড্রাস, তৌহিদ এন্ড ব্রাদার্স, এল.এ ফার্মা, জে.এল এন্টার প্রাইজ,হাজী মুছা এন্ড সন্স, আজমীর পোলট্টি ও জিন্নাত ক্লথ ষ্টোর। অথচ বাাজরে প্রতি রাতে নৈশ প্রহরী ও টহল পুলিশ দায়িত্বে ছিল বলে মালিকরা জানান। উল্লেখ্য যে, গত সোমবার রাতেও চারটি দোকান চুরির ঘটনা ঘটেছে। বারবার এই ধরণের চুরির ঘটনায় ব্যবসায়ী মহল হতাশায় উদ্বিগ্ন।
ভুজপুরে ভারতীয় শাড়ী ভর্তি ট্রাক আটক ২ গ্রেফতার
গতকাল বুধবার ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভুজপুর থানার ও,সি মো: ইসমাঈল সঙ্গীয় পুলিশদল ভারত থেকে চোরাই পথে আসা শাড়ী ভর্তি ট্রাক কাজিরহাট বাজার এলাকা থেকে আটক করে। পুলিশ জানান, আটককৃত বার শত পিছ শাড়ী জব্দ ও ট্রাক নং- ঢাকা মেট্রো- ড- ১১-২১৬০ আটক এবং চালক আবু হানিফ প্রকাশ জাহাঙ্গীর (৩৫) কে গ্রেফতার করেছে। এ ব্যাপারে ভুজপুর থানায় মামলা হয়েছে। যাহা মামলা নং - ০৬, তাং ২৩/৬/১০ ইং। জব্দকৃত শাড়ী গুলোর মূল্য আনুমানিক ১০ লাখ টাকা এবং এই সব অবৈধ শাড়ী কাপড় গুলোর মালিক মিরশ্বরাই থানা করেরহাট ইউনিয়নের সাবেক †g¤^vi মাঈনুদ্দিন বলে পুলিশ জানান। গ্রেফতারকৃত চালক মিরশ্বরাই থানার করেরহাট জাইমারা গ্রামের জনৈক আবু মুছা মিয়ার পুত্র বলে জানা যায়। এলাকাবাসীর অভিযোগে প্রকাশ,ভারতের সিমান্ত এলাকা রামগড় করেরহাট, হেয়াকো গহিরা সড়ক ও খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে ভারতের পাচারকৃত বিভিন্ন পন্য বিভিন্ন হাটবাজার ও শহরে প্রতি নিয়তই বিভিন্ন যানবাহন যোগে পাচার করা হচ্ছে।
এদিকে গতকাল বুধবার বিকাল সাড়ে চার ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ও,সি মো:ইসমাঈল এর নির্দেশে এস.আই রেফায়েত চৌধুরী ও সঙ্গীয় পুলিশদল ফেনী ফুলগাজী এলাকা থেকে অস্ত্র মামলার দশ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী রমজান আলী (৪৫),পিতা- হাছি মিয়া, সাং- ধুলিয়াছড়ি,(দাতমারা),থানা-ভুজপুর,জেলা-চট্টগ্রাম কে গ্রেফতার করেছে। অপর দিকে গত ১৪ জুন ভুজপুরে গৃতকর্তী বেলা খাতুন (৩২) ও হাফানীয়া গ্রামের হত্যাকান্ডের ঘটনা সম্পর্কে গ্রেফতারকৃত আন্তজেলা ডাকাত দলের সদস্য ও হত্যা ও ডাকাতী মামলার প্রধান আসামী রোপম বড়ুয়া(৩৫) পশ্চিম কৈয়া এবং দাড়ী সেলিম (৪০) সিংহরিয়া উভয়ের থানা ভুজপুর, জেলা- চট্টগ্রাম, গতকাল বিঞ্জ আদালতে ১৬৪ ধারা জবাববন্দিতে ডাকাতি ও হত্যাকান্ডের ঘটনা ¯^xKvi করেছে। পুলিশ জানায়, অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
ফটিকছড়িতে ব্যবসায়ী রফিকের খুনিদের গ্রেফতারে প্রতিবাদ মিছিল সমাবেশ ও দাফনের কাজ সস্পন্ন, ২ গ্রেফতার
গতকাল ফটিকছড়ির বিবিরহাট বাজারের ব্যবসায়ী হোসেন রফিক(৩৫) অপহরনের চার দিন পর গতকাল শনিবার রাত ১০ ঘটিকার সময় থানাধীন চেংঙ্গার এলাকার জনৈক ভুটটুর পরিত্যাক্ত সেমিপাকা ঘরের ভিতর থেকে হাত পা বাধা গলা জবাই রক্তাক্ত অবস্থায় ফটিকছড়ি থানা পুলিশদল লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। নিহত রফিকের বোন আফছারা বেগম বাদী হয়ে থানায় গত ১৯জুন মামলা দায়ের করেন। যা মামলা নং ১১(৬)১০ইং। মামলার দুই আসামী হাত কাটা বাবুল(৩০) পাইন্দং ও নিহতের শ্বাশুড়ী বিলকিস আক্তার (৪৫) কে পুলিশ গ্রেফতার করে তাদের ¯^xKv‡ivw³‡Z রফিকের লাশ উদ্ধার করেছে, নিহত রফিকের স্ত্রী রিনা আক্তার (২২) সহ অন্যান্য আসামীরা পলাতক বলে পুলিশ জানান। এদিকে গতকাল সকালে ১০ ঘটিকার সময় ফটিকছড়ি বিবিরহাট বণিক কল্যাণ সমিতির উদ্দেগে ব্যবসায়ী ও এলাকাবাসী আসল খুনিদের গ্রেফতারের দাবীতে থানা সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল প্রতিবাদ ও বিবিরহাট বাস ষ্টেশন চত্বরে সমাবেশ করে। সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে ব্যবসায়ী রফিকের অপহরনকারী ও খুনিদের গ্রেফতারের দাবী জানান। অন্যতায় বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে হুশিয়ারী উচ্ছারণ করেন। নিহতের রফিকের পরিবার সূত্রে জানান, নিহত রফিকের সাথে তার স্ত্রী ও শ্বশুর বাড়ীর লোকজনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ মামলা মোকদ্দমা চলছে। তার স্ত্রী ভাড়াটিয়া সন্ত্রাসী খুনিদের দিয়ে ¯^vgx রফিকের হত্যাকান্ড ঘটিয়েছে বলে নিহতের মা হালিমা বেগম ও বাদী নিহতের বোন আবছারা সহ স্থানীয়রা জানান। গতকাল বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় ফটিকছড়ি কলেজ মাঠে নিহত রফিকের প্রথম নামাজের জানাজা অনুষ্টিত হয়। নামাজের পূর্বাহ্নে সংক্ষিপ্ত শোক বক্তব্যে ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বি.এন.পির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সালাহ্ উদ্দীন কাদের চৌধুরী, আওয়ামী কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দীন চৌধুরী, নিহতের আত্বীয় অধ্যক্ষ সেলিম উদ্দীন ও মাহাবুবুল আলম পুলিশের ১৭ তারিখ জিডি অভিযোগের গাফিলতির কারণে আজ জীবিত উদ্ধারের বদলে ব্যবসায়ী রফিকের লাশ উদ্ধার করা হয়েছে। তারা আরও বলেছেন যে দলের হোক না কেন অনতিবিলম্বে খুনিদের গ্রেফতারের জন্য নির্ভয়ে পুলিশ প্রশাসনের প্রতি নির্দেশ দেওয়া গেল। অতপর নিহতের নিজ গ্রামের বাড়ী পাইন্দং গ্রামে দ্বিতীয় নামাজে জানাজার শেষে নিজ পারিবারিক গোরস্থানে দাফনের কাজ সম্পূর্ন হয়েছে। পৃথক অনুষ্টিত নামাজের জানাজায় অংশগ্রহনকারী মুসল্লীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান।
ফটিকছড়িতে অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার

ভুজপুরে ডাকাতের গুলিতে এক গৃহকর্ত্রী নিহত
ভুজপুরে ডাকাতের গুলিতে এক গৃহকর্ত্রী নিহত ও ¯^vgx আহত হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল সোমবার ভোর রাতে একদল ডাকাত থানাধীন পাগলিছড়ি মতুরখিল গ্রামের হাজি ওমদা মিয়ার বাড়ীর গুরা মিয়ার বাসগৃহে ডাকাতি করার চেষ্টাকালে গৃহকর্তারা শোর চিৎকার ও বাধা দেয়ায় ডাকাতেরা এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে গৃহকর্ত্রী বেলা খাতুন (৫০) নিহত এবং ¯^vgx আহম্মদ ছাপা আহত হয়েছে। ডাকাতেরা ¯^Y©-AjsKvi,UvKv ও মূল্যবান জিনিসপত্র আনুমানিক দুই লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে বলে স্থানীয় সূত্র ও পুলিশ জানান। এব্যাপারে ভুজপুর থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানান। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। এই রিপোর্ট লিখা পযর্ন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। গতকাল সোমবার রাত ৯ ঘটিকার সময় নিহত গৃহকর্ত্রীর লাশ নিজ ¯^vgxi বাড়িতে দাফনের কাজ সম্পূর্ণ হয়েছে। এ সময় এলাকায় এক শোকের ছায়া নেমে আসে।
এদিকে গতকাল সোমবার ভোর রাতে ফটিকছড়ি থানার সামনে রাহাত কুলিং কর্ণার দোকান চুরির ঘটনা ঘটেছে। মালিক নুরুল হক জানান চুরেরদল তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র আনুমানিক ১০/১৫ হাজার টাকা মালামাল নিয়ে গেছে। গতকাল সোমবার থানার সামনে এই চুরির ঘটনায় ব্যবসায়ী মহলের মধ্যে ক্ষো‡fর সৃষ্টি হয়েছে। গতকাল সকাল ১০ ঘটিকার সময় ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফটিকছড়িতে ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
গত ৪/৫ দিন ভারী বর্ষণে উপজেলা ফটিকছড়ির বিশটি ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। জানা যায়,ধুরুং,সুন্দরপুর,ভুজপুর,হারুয়ালছড়ি, নারায়ণহাট,দৌলতপুর,জাফতনগর,আবদুল্লহপুর ও লেলাং সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে ডুবে বীজতলা ও ফসলাদি ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া গহিরা হেয়াকো সড়ক,রামগড় সেকশন-১ সড়ক, আলী আকবর রোড় সহ সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ এল.জি.ই.ডি ফটিকছড়ি তত্বাধানে নির্মিত উক্ত সড়ক গুলোতে পাকা ব্রীক সলিন ও পিচ করা কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। আরও ভারী বৃষ্টি হলে ধুরুং, হালদা,লেলাং সহ বিভিন্ন খালের উভয় পার্শ্বস্থ বাধ ভেঙ্গে ব্যাপক ঘর বাড়ি ও জানমালের ক্ষতির সম্ভবনা রয়েছে বলে সচেতন মহলের ধারণা।
এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরীর সমর্থনে আমরা ফটিকছড়ি বাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত।
ফটিকছড়িতে আজকের প্রজন্মের উদ্যোগে ছিন্নমূল শিশুদের মানবিক সাহায্যের জন্য মাটির ব্যাংক বিতরণ ।
ফটিকছড়ির শিশূ-কিশোর সংগঠন আজকের প্রজন্ম কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের জন্য পরিচালিত সম্পূর্ণ ফ্রিতে বর্ণমালা স্কুলের ছাত্র/ ছাত্রীদের মানবিক সাহায্যের জন্য মাটির ব্যাংক বিতরণ কর্মসূচি অনূষ্ঠিত হয়।
বোরহান আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মো: লোকমান, শফিউদ্দিন জাহাঙ্গীর, শামসুদ্দীন তাবরীজ শাকিল, শেখ মো: রায়হান, এস.এন. আলম আজাদ, আবু জাফর রেহমান, মো:নাছির উদ্দিন, নাছির উদ্দিন হাফিজ, নুরুল ইসলাম মাষ্টার, নুরুল আবছার, মাহমুদ চৌধুরী প্রমূখ ।
সভায় বক্তারা এ উদ্যোগকে ¯^vMZ জানিয়ে বলেন, প্রত্যেক ক্ষেত্রে সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের জন্য মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিলে সমাজ হতে বৈষম্য দূরীভূত হবে ।
এ মাটির ব্যাংকের সঞ্চিত অর্থ ছিন্নমূল শিশুদের লেখাপড়া, পুষ্টিকর খাদ্য বিতরণ, বই-খাতা প্রদান ইত্যাদি খাতে ব্যবহৃত হবে । আজকের প্রজন্মের সা: সদস্য, আজীবন সদস্য, পৃষ্টপোষক, স্থায়ী পরিষদ, সদস্য ও শুভার্থীদের মাঝে মোট একশটি মাটির ব্যাংক বিতরণ করা হয় ।
বৃষ্টি এলেই মনে পড়ে
ষড়ঋতুর রঙ্গশালা আমাদের এই দেশ। রুদ্র গ্রীষ্মের পরে আসে বর্ষা, বর্ষার প্রকৃতি আর পাচঁটি ঋতুর তুলনায় তীব্রভাবে আমাদের পঞ্চেন্দ্রিয়কে অভিভূত করে। এ জন্যেই এ দেশের কবি/সাহিত্যিকগণ বর্ষাকে নিয়েই সর্বাধিক সাহিত্য রচনা করেছেন। সকলের মুখে মুখে শোনা যাচ্ছে বর্ষার আগমনের কথা। বৃষ্টির কোন দেখা নেই , গরম পড়ছে অবিরাম সবাই যেন মন প্রাণ উজাড় করে বৃষ্টির জন্য প্রার্থনা করছে সৃষ্টিকর্তার কাছে। সকাল ঘুম থেকে উঠলাম উঠে বাহিরে বের হলাম। দেখি আকাশে মেঘ কালো কালো পুঞ্জ পুঞ্জ মেঘ ছুটছে আকাশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে পৃথিবীটা যেন ভারি হয়ে ওটেছে। পুকুর ঘাটে বসে আছি একা একা দাঁত ব্রাশ করছি মনে মনে ভাবছি কখন যে, বৃষ্টি আসবে। হঠাৎ বৃষ্টি শুরু হল মুষলধারে পুকুর ঘাট থেকে ফিরে এলাম ঘরে। সকালের পর থেকে একটানা বৃষ্টি চলতে থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠেছে। লোক চলাচল প্রায় বন্ধ। দু’একজন তখনো চলছে ছাতা মাথায়। আমি কর্মহীন দিন না কাটানোর জন্য দোকানে চলে গেলাম। দিন শেষ, দিনের আলো আত্নসমর্পণ করছে সন্ধ্যার নিকট। তখনো বৃষ্টি পড়ছে। কখনো হালকা ধারায় কখনো মুষল ধারায়, সকল কাজ সেরে বাড়িতে ফিরে এলাম। রাতের খাবার খেয়ে বসে আছি। আবার বৃষ্টি শুরু, অবিরাম বৃষ্টি ঝরছে, বিরামহীন একটানা ঝর ঝর বৃষ্টির শব্দে হঠাৎ করে মনটা যেন কেমন হয়ে গেল। দরজা খুলে ঘরে বসে বর্ষণ দেখছি। অনুভব আর উপভোগ করছি। বাইরে দৃষ্টি ফেলে প্রকৃতির নতুন রূপ লক্ষ্য করছি। বৃষ্টির একটানা শব্দ মন ছুটে চলে যায়। পূর্বের নানান ঘটনায়। সেসব ঘটনায় মনে পড়ছে অতীতের দুঃখ, আনন্দ আর কৌতুক। জীবনে অনেক বর্ষা দেখেছি, সে বর্ষার কার পৌষ মাস আর কারো সর্বনাশ হয়েছিল। কিন্তু আমার মনটা এই বর্ষার দিনে বর্ষার কালো মেঘের মত অন্ধকার হয়ে যায়। যখন আমার ছোট বোনের কথা মনে পড়ে, বর্ষার সময় সে স্কুলে যাওয়ার জন্য ছাতা আনতে বলত কিন্তু সে এখন আর আমাকে ছাতা আনতে বলে না। কারণ সে সৃষ্টিকর্তার এই সুন্দর পৃথিবী থেকে আমাদেরকে ছেড়ে চলে গেছে। বর্ষার বৃষ্টির প্রতি বৎসর দেখা মিলে কিন্তু আমার আদরের ছোট বোনের আর দেখা মিলে না। জানিনা কোন বর্ষায় সে ফিরবে কিনা। তবুও বর্ষার বৃষ্টির দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি তিনি যেন তাকে জান্নাত দান করে। বৃষ্টি ধারার মত যখন আমার চোখে অশ্রু ঝরছে তখন হঠাৎ মোবাইল ফোন বেজে ওটল দেখি এক বন্ধুর ফোন সে ভার্সিটি হোস্টেলে তাকে রিসিভ করার পর সে জিঞ্জেস করল কি করছ বললাম বৃষ্টি দেখছি, দু’জনে বর্র্ষার বৃষ্টির চন্দে অতীতের নানান কথা বলতে লাগলাম। এক পর্যায় কথা শেষ করে ফোন রেখে দিলাম। তখনো বৃষ্টির কমতি নেই। কবি/ সাহিত্যিকগণ বর্ষার রূপ দিয়ে সাহিত্য সৃষ্টি করেছেন। অবসর বিনোদনের সময় হিসেবে বর্ষাকে চিহ্নিত করেছেন। কিন্তু যে বর্ষাকে কবি/সাহিত্যিকগণ উপভোগ করতে বলেছেন, সে বর্ষা আমাদের কাছে এখন আর সে ভাবে আসেনা। বদলে যাচ্ছে বর্ষার রং ঢং। যে বর্ষা বাংলাদেশের শুকিয়ে যাওয়া হাজারো খাল-বিল আর নদীর বুকে নিজের ¯^vÿi রেখে যেত,যে বর্ষা কবিকে চন্দ দিত কবিতা লিখতে,যে বর্ষা বাংলার লক্ষ প্রেমিক-প্রেমিকার প্রেমের ¯^xK…wZ দিত। যে বর্ষা মাঝির হাটে তুলে দিত বৈটা, যে বর্ষার বৃষ্টি মনে করিয়ে দিত শৈশবের কথা,যে বর্ষার রূপকে শিল্পী মনে রাঙাতো নানান রঙে তুলি দিয়ে,যে বর্ষায় ছাতা নিয়ে ছুটে বেড়াত ছোট ছেলে-মেয়ের দল। বর্ষা ¯^Kxq রূপধারা নিয়ে এখন আর আমাদের কাছে আসেনা। একটা সময় ছিল আগেই ঋতু পরিবর্তনের আবাস পাওয়া যেত। অথচ এখন নির্ধারিত ঋতু চলে গেলেও তাঁর দেখা মিলে না। মনে হয়, আমাদের অত্যাচার আর নির্যাতনের শিকার হয়েই ঋতুগুলো পালিয়েছে। প্রকৃতির অপার দান ঋতু বদল এখন আর বদলে দেয় না প্রকৃতিকে। আমরা নিজেরাই ধ্বংস করছি একটি একটি প্রাকৃতিক লীলা। এতে করে প্রকৃতি হারিয়ে ফেলছে তার ঐতিহ্য ফলে বিমুখ হয়েই নিজের গতি হারিয়ে ফেলছে প্রকৃতি।
লেখক:শেখ মোহাম্মদ রায়হান উদ্দীন


Welcome
Twitter Updates
Blog Archive
-
▼
2010
(42)
-
▼
June
(20)
- ফটিকছড়িতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০১০ ...
- ফটিকছড়িতে ব্যবসায়ী রফিক হত্যা মামলার অন্যতম আসামী ...
- ফটিকছড়ি মুক্তিযোদ্ধা সংসদ ২০১০ইং নির্বাচনে বোরহান ...
- ফটিকছড়ি ঝংকার নাজিরহাট হাসপাতাল সড়কটি সংষ্করণ একান...
- আগামীকাল ফটিকছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ২০১০ ই...
- ফটিকছড়ি বিবিরহাট বাজারে ৭ টি দোকান চুরির ঘটনায় ব্য...
- ভুজপুরে ভারতীয় শাড়ী ভর্তি ট্রাক আটক ২ গ্রেফতার
- ফটিকছড়িতে ব্যবসায়ী রফিকের খুনিদের গ্রেফতারে প্রতিব...
- ফটিকছড়িতে অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার
- ভুজপুরে ডাকাতের গুলিতে এক গৃহকর্ত্রী নিহত
- ফটিকছড়িতে ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত ও সড়ক যোগ...
- এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরীর সমর্থনে আমরা ফটিকছড়ি বা...
- ফটিকছড়িতে আজকের প্রজন্মের উদ্যোগে ছিন্নমূল শিশুদে...
- বৃষ্টি এলেই মনে পড়ে
- ফটিকছড়ির গৃহবধু দুই সন্তানের জননীকে হাটহাজারী থেকে...
- ফটিকছড়িতে সংঘর্ষে ১ নিহত ১ আহত:
- ভ্থজপুরে যাবৎ জীবন সাজাপ্রাপ্ত , হত্যা মামলার ১০ ব...
- ফটিকছড়ি জরিনার দায়েরকৃত মামলা খারিজঃ
- নাজিরহাট- কাজিরহাট- রামগড় সেকশন-১, কোটি টাকার নব ন...
- ভুজপুরে দুই লাখ টাকার কাচাঁ রাবার ভর্তি ট্রাক আটক ...
-
▼
June
(20)
